নিজস্ব প্রতিবেদক: মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন রাজউক অথরাইজড অফিসার ইঞ্জিনিয়ার মোঃ রাজিবুল ইসলাম।
গত ০৮ সেপ্টেম্বর, ২০২৪ ইং তারিখে সাপ্তাহিক “বিশ্ব মিডিয়া” পত্রিকায় প্রকাশিত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর অথরাইজড অফিসার মোঃ রাজিবুল ইসলাম এর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভিত্তিহীন সংবাদে যেসকল তথ্য উপস্থাপন করেছেন তা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও কাল্পনীক ঘটনাও বটে। কারণ ঢাকা মহানগরীর মাতুয়াইল এলাকার হাজী বাদশা মিয়া ০৬ নং রোড, বি-ব্লক, হোল্ডিং নং-৩৩/১৮২ ভবনটি রাজউকে যোগদান করার পূর্বেই রাজউক কর্তৃক নক্সা অনুমোদন হয়েছিল।আরও উল্লেখ্য যে, প্রকাশিত সংবাদে বলা হয়েছে বিদ্যুতের মিটার নিয়ে বাণিজ্যের কথা যা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ উক্ত ভবনের মিটারটি রাজউক কর্তৃক গত ২৩/০৭/২০২৩ ইং তারিখের মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপিডিসির প্রতিনিধির নিকট হস্তান্তর করেন যা অদ্যবধি ডিপিডিসির কাছে জব্দ রয়েছে।
উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে প্রতিবেদককে দিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।