ভারতে পাচারকালে যশোরের বেনাপোলের আমড়াখালি বিজিবি চেকপোস্ট থেকে সাড়ে ৪ কেজি ওজনের স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ৪৯ বিজিবি যশোরের জোয়ানরা ওই ১৯টি বারসহ তাকে আটক করে।
আটক মাহফুজ উল্ল্যাহ নড়াইল জেলার লোহাগড়া উপজেলার মঙ্গলপুর গ্রামের হাসমত উল্লাহর ছেলে।
আটক স্বর্ণের মূল্য সাড়ে ৪ কোটি টাকা বলে জানায়েছে বিজিবি।
৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের আমড়াখালি চেকপোস্টে যশোর হতে বেনাপোলগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে সন্দেহভাজন মাহফুজ উল্ল্যাহকে জিজ্ঞাসাবাদ করলে তার দেহে ১৯টি স্বর্ণের বার থাকার কথা স্বীকার করে। পরে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। এছাড়া স্বর্ণের বারগুলো কাস্টমসে জমা করা হবে।