যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক ব্যক্তি হাতুড়ি দিয়ে পিটিয়ে গিটার ভাঙছেন, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এমন একটি ভিডিওর ২২ মিলিয়ন ভিউ হয়েছে। গত রোববার বিকেলে পোস্ট করা হয়েছিল ভিডিওটি। কেন তিনি এভাবে গিটারটি ভাঙলেন? ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে চলচ্চিত্রবিষয়ক মার্কিন গণমাধ্যম ভ্যারাইটি।
পুরো ঘটনার সঙ্গে জড়িয়ে আছে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় গায়িকাদের একজন টেলর সুইফটের নাম। তিনি ঘটনাস্থলে না থেকেও যেন প্রবলভাবে জড়িয়ে আছেন।
জানা গেছে, এক ব্যক্তি চার হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় পাঁচ লাখ টাকা) একটি গিটার কিনেছিলেন টেলর সুইফটের স্বাক্ষর আছে ভেবে।
কিন্তু আদতে তা ছিল না। তাই ক্ষুব্ধ হয়েই গিটারটি ভেঙে ফেলেন তিনি।
তবে গিটারটি টেলর সুইফটের স্বাক্ষর আছে বা গিটারটি গায়িকার ব্যবহৃত, এমন কিছু বলে তারা নিলাম করেছিল কি না, তা পরিষ্কার নয়।
এক্সে পোস্ট করা ভিডিওটিতে দেখা যায়, এক ব্যক্তি গিটারটি হাতে নিয়েই হাতুড়ি দিয়ে সেটা ভাঙতে শুরু করেন।
পুরো ঘটনাটি নিয়ে নিলামকারী প্রতিষ্ঠান ও টেলর সুইফটের বক্তব্য জানতে যোগাযোগ করেছিল ভ্যারাইটি, তবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।