মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৯ পূর্বাহ্ন

জর্জ হ্যারিসন স্মরণে ‘বাংলাদেশ’, আইয়ুব বাচ্চু স্মরণে ‘আমার বাংলাদেশ’

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৮ প্রদর্শন করেছেন
গান শোনান সংগীতশিল্পী মিনার রহমান

শুক্রবার সারা দিন ধরেই থেমে থেমে হয়েছে বৃষ্টি। ছুটির দিনের সঙ্গে এমন আবহাওয়া, রাস্তাঘাট ছিল একদম ফাঁকা। কর্মব্যস্ত দিনে রাজধানীর তেজগাঁও এ যে কোলাহল পাওয়া যায়, ছুটির দিনে তা হয়ে যায় রাজ্যের নীরবতা। ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে এদিন গান শোনানোর কথা ছিল সংগীতশিল্পী মিনার রহমানের। স্বাভাবিকভাবেই দর্শক সমাগম নিয়ে সন্দেহ উঁকি দিচ্ছিল। কিন্তু একসময় অবাক হতে হয়েছে, এ সংগীতশিল্পীর একক পরিবেশনা শুনতে এদিন কাকভেজা হয়ে হাজির হন শ্রোতারা। নির্ধারিত আসন পূর্ণ হয়ে দাঁড়িয়েও গান শুনেছেন অনেকেই!

মিনার রহমানকে এদিন যথেষ্ট সময়সচেতন মনে হয়েছে। ঠিক নির্ধারিত সময়ে তিনি মঞ্চে আসেন। টানা দুই ঘণ্টার পারফরম্যান্সে নেননি কোনো বিরতি। সাড়ে সাতটায় ‘তা জানি না’ দিয়ে শুরু করেন পারফরম্যান্স। এরপর দর্শকদের সঙ্গে নিয়ে গান তাঁর অন্যতম জনপ্রিয় গান ‘দেয়ালে দেয়ালে’। রাত সাড়ে ৯টা পর্যন্ত চলা কনসার্টে মিনার একে একে শুনিয়েছেন ‘কারণে অকারণে’, ‘ভুল শহরে’, ‘আহা রে’, ‘ঘুম ভাঙা’, ‘সাদা’–সহ জনপ্রিয় সব গান। এদিন ‘ঝুম’ দিয়ে শেষ করেন পারফরম্যান্স।

নিজের গানের বাইরেও এদিন মিনার আইয়ুব বাচ্চুকে স্মরণ করে শোনান ‘আমার বাংলাদেশ’ গানটি। প্রয়াত এ সংগীতশিল্পীর স্মৃতিতে তখন নেমে আসে নীরবতা। এ ছাড়া মিনার শুনিয়েছেন জর্জ হ্যারিসনের ‘বাংলাদেশ’ গানটিও।

‘ইয়ামাহা ওয়ান ট্রু সাউন্ড’–এর এটি ছিল ৪০তম পর্ব। এ আয়োজনে একক পরিবেশনায় গান শুনিয়ে থাকেন সংগীতশিল্পী থেকে দেশের জনপ্রিয় সব ব্যান্ড। এবারের পর্বের নাম রাখা হয় ‘ইয়ামাহা ওয়ান ট্রু সাউন্ড উইদ মিনার’। আয়োজকেরা জানান, তরুণদের জন্যই তাদের এই আয়োজন। এর আগের পর্বে সেখানে গান শুনিয়েছেন, সংগীতশিল্পী মিফতাহ জামান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ