সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন

জার্মানিতে বাইডেনের সঙ্গে যে আলোচনা করবেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১৫ প্রদর্শন করেছেন

ইউক্রেনের জন্য সামরিক সহায়তা নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে জার্মানিতে অনুষ্ঠেয় একটি আন্তর্জাতিক বৈঠকে যোগ দেবেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ফ্রাঙ্কফুর্টের কাছে রামস্টেইনে মার্কিন বিমান ঘাঁটিতে অনুষ্ঠেয় ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ইউক্রেনের ৫০টিরও বেশি মিত্র দেশের রাষ্ট্র বা সরকার প্রধানের অংশ নেওয়ার কথা রয়েছে।

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, আমরা ১২ অক্টোবর ২৫তম রামস্টেইনের বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছি, এটি শীর্ষস্থানীয় পর্যায়ের এ ধরনের প্রথম বৈঠক। তিনি এ বৈঠককে ‘যুদ্ধের ন্যায়সঙ্গত সমাপ্তির দিকে স্পষ্ট, দৃঢ় পদক্ষেপ’ হিসেবে উপস্থাপন করেছেন।

আগামী মাসে মার্কিন নির্বাচনের আগে ইউক্রেনের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়ে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনও ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে ইউক্রেনকে মার্কিন যুক্তরাষ্ট্র যে বিলিয়ন ডলার দিয়েছে তার সমালোচনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ