মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন

সিলেট সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মা-মেয়েসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ২০ প্রদর্শন করেছেন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সীমান্ত হয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় মা-মেয়েসহ তিন নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রানীরঘাট এলাকার ১২৭২/৫ সীমান্ত পিলার–সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটকের সময় ভারতে পাচারে সহায়তাকারী এক তরুণ পালিয়ে যান বলে জানিয়েছে বিজিবি। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করে পুলিশে হস্তান্তর করে বিজিবি। আটক তিনজন হলেন মাগুরার শ্রীপুর কাপরিয়া গ্রামের এক নারী (৩৮), তাঁর ১৪ বছর বয়সী মেয়ে এবং একই জেলার শালিখা উপজেলার সাবরি গ্রামের এক তরুণী (১৮)।

বিজিবি সূত্র জানায়, সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধীন সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৭২/৫–এর ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রানীরঘাট এলাকা দিয়ে রূপণ (২২) নামের স্থানীয় মানব পাচারকারী এক তরুণ তিনজনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করানোর চেষ্টা করছিলেন। বিজিবির টহল দল তখন মা–মেয়েসহ তিনজনকে আটক করে। এ সময় মানব পাচারারী রূপণ বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে গোয়াইনঘাট থানায় মামলা করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমদ প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে মামলা করেছে। ওই তিনজনকে থানায় হস্তান্তরের পর গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ