ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগর উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা মেম্বার নিলুফা ইয়াসমিন ও তার স্বামী মোঃ মিনার মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার রাতে যৌথবাহিনী একটি দল তাকে উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুর নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এসময় তার বাড়ি থেকে নগদ টাকা, বিদেশী মুদ্রা ও ৭৫ পিছ ইয়াবা জব্দ করা হয়েছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে।