মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

কিছু না পেয়ে সিএনজিচালককে কুপিয়ে হত্যা করল ছিনতাইকারীরা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১৭ প্রদর্শন করেছেন

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারীরা ছিনতাইয়ের সময় এক সিএনজিচালকের কাছে কিছু না পেয়ে তাকে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর ৫টায় মোহাম্মদপুরের বসিলা চল্লিশ ফিট এলাকায় শামীম কোম্পানীর বাড়ির পেছনের গলিতে এ ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালক হলেন- শাহরিয়ার আশিক (২০)। তিনি শরীয়তপুর জেলার নড়িয় উপজেলার বারাইপাড়া গ্রামের ওসমান গনির সন্তান।

তিনি চাঁদ উদ্যান এলাকার ৪ নম্বর রোডে পুলিশ ফাঁড়ির গলিতে পরিবারসহ বসবাস করতেন।

জানা যায়, নিহত শাহরিয়ার আশিক ভোরে গ্যারেজ থেকে সিএনজি নিয়ে বের হয়। এ সময় বসিলা চল্লিশ ফিট এলাকায় শামীম কোম্পানীর বাড়ির পেছনে ছিনতাইকারীরা তাকে ঘিরে ধরে। তার কাছে কিছু না পেয়ে হাত-পা বেঁধে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে মাথায় ও শরীরে বিভিন্ন অংশে কুপিয়ে রেখে চলে যায়। পরে সকাল বেলা ভুক্তভোগীকে পড়ে থাকতে দেখে তার বাবাকে খবর দিলে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে গেলে সে মারা যায়।

নিহতের বাবা ওসমান গনি জানান, সকালে একজন এসে আমাকে খবর দেয় আমার ছেলেকে হাত-পা বেঁধে কুপিয়ে ফেলে গেছে। আমি দৌঁড়ে গিয়ে আমার ছেলেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে বাসায় এনে ভাবছিলাম, রক্তটা বন্ধ করে হাসপাতালে নিয়ে যাবো।  কারণ এতো সকালে কোনো ফার্মেসি খোলা ছিল না। বাসায় আনার সাথে সাথে আমার ছেলে মারা যায়। ছিনতাইকারীরা প্রতিদিনই কারও না কারও মায়ের বুক খালি করছে। এ এলাকায় প্রতিদিন ছিনতাইয়ের ঘটনা ঘটছে। আমি আমার ছেলে হত্যার সর্বোচ্চ শাস্তি চাই।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার জানান, এ ঘটনায় আমরা সন্দেহজনক কয়েকজনকে আটকের চেষ্টা করছি।

তবে হাত-পা বেঁধে হত্যার ঘটনাটি হয়তো পূর্বশত্রুতার জেরে হতে পারে বলে আমরা ধারণা করছি। কারণ, পূর্বে যেসব ছিনতাইয়ের ঘটনা ঘটেছিলো। সবগুলো ঘটনায় ছিনতাইকারীরা ঝুঁকিপূর্ণ মনে করে কুপিয়ে ফেলে রেখে যায়। যে ঘটনাই হোক আমরা ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে কাজ করছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ