মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

ইসরাইলের বিভিন্ন অঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৬ প্রদর্শন করেছেন

বন্দর নগরী হাইফাসহ ইসরাইলের অন্যান্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

শনিবার ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হিজবুল্লাহ হাইফা এবং উত্তরের দখলকৃত অন্যান্য অঞ্চলে বেশ বড় ধরণের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যা হাইফা এবং এর উপসাগরীয় এলাকার ২০টি স্থানে এয়ার রেড সাইরেন বাজিয়েছে।

হাইফার বেশ কয়েকটি ভবন সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে আক্রান্ত হয়েছে এবং পশ্চিম গ্যালিলির দিকে আরও বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষিপ্ত হয়েছে।

ইসরাইলের চ্যানেল থারটিন জানিয়েছে, কিরিয়াত আতায় একজন বসতি স্থাপনকারী আহত হয়েছেন এবং একটি গাড়ি বিধ্বস্ত হয়েছে।

অন্যান্য প্রতিবেদন অনুযায়ী, ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হাইফা উপসাগরের ক্রায়োট অঞ্চলে আঘাত হেনেছে।

এর আগে, সৌদি সংবাদ চ্যানেল আশার্ক নিউজ জানিয়েছে, একটি বিস্ফোরক ড্রোন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবন ক্যাসারিয়ায় আঘাত হেনেছে। সূত্রগুলো জানায়, ড্রোনটি লেবানন থেকে এসেছে। তবে নেতানিয়াহুর অফিস সে সময় তার অবস্থান প্রকাশ করেনি।

ইসরাইলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে, তিনটি ড্রোন লেবানন থেকে দখলকৃত উত্তরের অঞ্চলে প্রবেশ করেছিল, যার মধ্যে মাত্র একটি ইসরাইলি প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা ধ্বংস হয়েছে।

এদিকে ইসরাইলি সামরিক বাহিনী সিরিয়া থেকে দখলকৃত উত্তরের গোলান হাইটসে একটি ড্রোন প্রবেশের খবর জানিয়েছে। তবে সেখানে কোনো আঘাত বা ক্ষয়ক্ষতি হয়নি বলেই দাবি করেছে তারা।

তেলআবিব সরকার গত ২২ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে ব্যাপক আক্রমণ চালিয়ে আসছে। যার ফলে আড়াই হাজারো মানুষ নিহত এবং কয়েক হাজার লোক আহত হয়েছে।

লেবানন এবং গাজায় ইসরাইলি আগ্রাসনের জবাবে হিজবুল্লাহ উত্তর দখলকৃত ইসরাইলি লক্ষ্যমাত্রাগুলোতে একাধিক অপারেশন চালি আসছে। সূত্র: ইরনা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ