মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:০১ অপরাহ্ন

হঠাৎ কেন নাপিত হতে চাইলেন জাভেদ আখতার?

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৭ প্রদর্শন করেছেন
জাভেদ আখতার/সংগৃহীত

করোনার পর বলিউডে বড় ধরনের মন্দা গেছে। শীর্ষ তারকাদের বহু সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আবার স্বল্প বাজেটে নির্মিত কিছু সিনেমা বাজিমাত করেছে। সিনেমার হিট-ফ্লপের হিসাব কষতে গিয়ে বারবার উঠে এসেছে, নামী তারকাদের উচ্চ পারিশ্রমিকের কথা। এর ফলে সিনেমার বাজেট বেড়ে যায়, অনেক টিকিট বিক্রি হলেও লগ্নির টাকা ওঠে না।

এবার বলিউডের কিংবদন্তি গীতিকার এবং চিত্রনাট্যকার জাভেদ আখতার জানালেন, শুধু তারকারাই নন; তাদের হেয়ারস্টাইলিস্টরাও মোটা অঙ্কের অর্থ আয় করেন। সিনেমার বাজেট বহুগুণে বাড়িয়ে দিতে তারকাদের ‘স্টাফ’দের ভূমিকাও কম নয়।

সম্প্রতি কৌতুকশিল্পী স্বপন বর্মার কমেডি শো-তে উপস্থিত হয়ে সিনেমার সেটে সামনে থেকে তারকাদের কাণ্ডকারখানা দেখার অভিজ্ঞতা জানিয়েছেন জাভেদ আখতার।

তার কথায়, তারকাদের আজকাল ১৮-১৯ জন কর্মচারীই লাগে। জিমের জন্য একটা ভ্যানিটি ভ্যান লাগে, আবার খাবার তৈরির জন্যও দুটি ভ্যান দরকার হয় তাদের।

জাভেদ আখতার এ বিষয়টিকে কটাক্ষ করে বলেন, ‘তাদের (অভিনয়শিল্পীদের) চুল যে ঠিক করে দেয় সেও দিনে ৭৫ হাজার রুপি চার্জ করে। আগে জানলে আমিও সে কাজই করতাম।’

পুরানো যুগের বর্তমান পরিস্থিতির তুলনা টেনে জাভেদ আখতার যোগ করেন, ‘আগে তারকারা অবশ্য ই-রেগুলার এবং শৃঙ্খলাহীন ছিলেন। তারা বেশিরভাগ সময়ই সেটে দেরি করতেন। তবে আগে এত সুযোগ সুবিধা ভোগ করার মতো টাকাও ছিল না।’

প্রসঙ্গত, সেলিম-জাভেদ বলিউডের সবচেয়ে সফল চিত্রনাট্যকার জুটি। তারা ‘শোলে’, ‘জাঞ্জির’, ‘দিওয়ার’ সহ বলিউডের বহু ব্লকবাস্টার সিনেমার চিত্রনাট্য লিখেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ