বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন

তেল আবিবে ফের রকেট হামলা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৮ প্রদর্শন করেছেন

বুধবার সন্ধ্যায় ইসরাইলে রকেট হামলায় চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে তেল আবিব এবং এর আশেপাশের এলাকায় সাইরেন বেজে উঠে।

বুধবার (২৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানভিত্তিক মেহর নিউজ এজেন্সি।

ইসরাইলি সামরিক বাহিনী বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রীয় এলাকায় সাইরেন বাজিয়ে লেবানন থেকে চারটি রকেট বিস্ফোরিত হয়েছে। আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে কয়েকটি রকেট আটকানো হয়।  এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

টাইমস অব ইসরাইল সেনাবাহিনীর উদ্ধৃতি দিয়ে লিখেছে, হিজবুল্লাহর ছুড়া রকেটগুলো বাধা দেওয়া হয়েছে এবং কিছু রকেট মাটিতে পড়েছে।

আর ইসরাইলের চ্যানেল টুয়েলভ রিপোর্ট করেছে, দুটি রকেট আটকানো হয় এবং অন্যগুলো খোলা জায়গায় পড়ে।  এতে জানানো হয়, তেল আবিবে বিস্ফোরণের শব্দ পাওয়ায় বিমানবন্দরে বেসামরিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাজধানী তেল আবিবের একটি সামরিক গোয়েন্দা ঘাঁটিতে রকেট হামলা চালায়  লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হামলার জেরে তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়। একই সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে সব বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে বুধবার স্থানীয় সময় রাত ৯টা থেকে প্রায় ১৭টি বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

হামলা সম্পর্কে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, লায়লাকি শহরতলিতে চারটি হামলা হয়েছে। এতে ৬টি ভবন বোমার আঘাতে সমতলে পরিণত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ