সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:০৭ অপরাহ্ন

রাজধানীতে পারিবারিক কলহে অটোচালকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৯ প্রদর্শন করেছেন

রাজধানীর ডেমরা এলাকায় পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন এক অটোচালক। তার নাম জুম্মন হোসেন (২৮)। শনিবার সকালে ডেমরা দক্ষিণ পূর্ব বক্স নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুম্মন চাঁদপুরের রায়পুরের বিল্লাল হোসেন ও রোজিনা বেগমের ছেলে।

ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, বক্স নগর এলকার ভাড়া বাসায় লোহার এঙ্গেলের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থা থেকে তাকে উদ্ধার করা হয়। মৃতের ভাই জুয়েল হোসেন তাকে সনাক্ত করেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের পরিবারের বরাদ দিয়ে তিনি বলেন, জম্মুনের স্ত্রী শান্তি বেশ কয়েক মাস আগে ভারতে চলে যায়। তাদের দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। সে তার নানির বাসায় থাকে। সংসারে অভাব অনটন ও  পারিবারিক অশান্তি থেকে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তার পরিবারের সদস্যরাও একই কথা জানিয়েছেন।

এরপরও অন্য কোনো কারণ রয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান এসআই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ