সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০৫ অপরাহ্ন

ইলিশ রক্ষার অভিযানে মিলল আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২১ প্রদর্শন করেছেন

গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানকালে যাত্রীবাহী একটি ট্রলার থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় ট্রলারের চালকসহ চারজনকে আটক করা হয়।

শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলার দৌলতদিয়া লঞ্চঘাটের অদূরে মাঝ পদ্মায় এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে রাত ৭টার দিকে দৌলতদিয়া ৬নং ফেরিঘাটে প্রেস ব্রিফিং করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

ব্রিফিংয়ে ইউএনও জানান, মা ইলিশ সংরক্ষণের জন্য উপজেলা প্রশাসন, রাজবাড়ী সেনাক্যাম্পের একটি দল, গোয়ালন্দঘাট থানাপুলিশ ও দৌলতদিয়া নৌপুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল শুক্রবার প্রায় সারাদিন নদীতে অভিযান পরিচালনা করে। বিকাল ৫টার দিকে উপজেলার অন্তারমোড় খেয়াঘাট থেকে দেবগ্রামের রাখালগাছি চরের উদ্দেশ্যে যেতে থাকা একটি যাত্রীবাহী ট্রলারকে সন্দেহবশত থামিয়ে তল্লাশি চালায় যৌথবাহিনী। এ সময় ট্রলারের মধ্যে লুকিয়ে রাখা কালো রঙের একটি ব্যাগের ভেতর থেকে বিদেশি পিস্তল ও বড় একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। সেই সঙ্গে অস্ত্র দুটি বহন করে নিয়ে যাওয়ার দায়ে ট্রলারের চালকসহ চারজনকে আটক করা হয়।

আটকরা হলো— রাজবাড়ী সদর উপজেলার কাচরন্দ গ্রামের আবু বক্কার মুন্সির ছেলে মো. জীবন্ত মুন্সি, আজাদ শেখের ছেলে নাছির উদ্দিন শেখ, পাবনার ধারাই এলাকার রহমত সরদারের ছেলে রশিদ সরদার ও ঢালারচর এলাকার আনসার মোল্লার ছেলে খায়রুল মোল্লা। এদের মধ্যে রশিদ সরদার ট্রলারের চালক। তাদের বিরুদ্ধে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সগির মিয়া বাদী হয়ে নৌফাঁড়িতে একটি মামলা করেছেন।

এ ছাড়া অভিযানে ১ লাখ ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। আটক করা হয় চার জেলেকে। তাদের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া রেজাউল নামে এক মাছ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ব্রিফিংকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম, দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সগির মিয়া, রাজবাড়ী সেনাক্যাম্পের কর্মকর্তা ও সদস্য এবং গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসের মাঠ সহযোগী কৃষ্ণপদ দাস প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ