মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৩ অপরাহ্ন

পহেলা নভেম্বর থেকে পলিথিন ব্যাগের জন্য বাজারে অভিযান শুরু হবে : পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৯ প্রদর্শন করেছেন

পহেলা নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের জন্য বাজারে বাজারে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, শুধু পলিথিন শপিং ব্যাগের জন্য। আর কোন প্লাস্টিকের ব্যাপারে আপাতত না। এটা ব্যবসায়ীদের মধ্য থেকে একটা উস্কানি দেওয়া হচ্ছে সকল প্লাস্টিক বন্ধ করবে। এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। হলে সেটাতো গোপনে হওয়ার সুযোগ নাই। এটা প্রকাশ্যেই হবে। আলাপ আলোচনা করে হবে।

বিশ্বের অন্যান্য দেশ এ বিষয়ে কী কী পদক্ষেপ নিয়েছে তা পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে বলে জানান রিজওয়ানা হাসান। সচিবালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

তিনি আরও বলেন, পলিথিন শপিং ব্যাগ থেকে এক পাও পিছু হটবো না।

এ বিষয়ে বিকল্প নিয়ে সরকারের কাঁধে না দিয়ে ব্যবসায়ীদের নিজেদেরও বিকল্প দেখার আহ্বান জানান তিনি।

পাটের বিষয়ে রিজওয়ানা বলেন, পাট তো আমার নিজস্ব শিল্প। আমি চরম দূষণকারী ট্যানারিকে পুষে যাচ্ছি কিন্তু আমি পাটকে প্রমোট করবো না এটা হতে পারে না। ফলে পাটকে প্রমোট করার জন্য যা যা করা দরকার আমার বিশ্বাস পাট মন্ত্রণালয় এটা করবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ