ভারতে প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে সামরিক বিমানের কারখানা উদ্বোধন করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্পেনের প্রধানমন্ত্রী স্যাঞ্চেজ সোমবার (২৮ অক্টোবর) গুজরাটের ভদোদরায় টাটা-এয়ারবাস কারখানার উদ্বোধন করেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই কারখানায় ভারতীয় বিমানবাহিনীর জন্য সি২৯৫ সামরিক বিমান তৈরি হবে। এয়ারবাসের সহযোগিতায় টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল) এই বিমান তৈরি করবে। এটাই হবে ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে সামরিক বিমান তৈরির কারখানা।
ভারত নিজের প্রতিরক্ষা ব্যবস্থা আরও দৃঢ় করতে চাইছে। একইসঙ্গে স্পেন ভারতে তাদের বিনিয়োগ বাড়াতে চাইছে। এই প্রকল্পের মাধ্যমে দুই দেশের প্রত্যাশা পূর্ণ হচ্ছে।
খবরে বলা হয়েছে, ভদোদরায় প্যারেডের মধ্য দিয়ে স্যা়ঞ্চেজকে অভিবাদন জানানো হয়। তারপর তিনি ও মোদি টাটা এয়ারক্রাফট কমপ্লেক্সের উদ্বোধন করেন।
২০২১ সালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের সঙ্গে ৫৬টি সি২৯৫ মাল ও সেনাবহনকারী বিমান কেনার জন্য ২৫০ কোটি ডলারের একটা চুক্তিতে সই করে।
এরমধ্যে ১৬টি বিমান স্পেনে তৈরি করা হয়েছে এবং তা গতবছর ভারতকে দিয়ে দেওয়া হয়েছে। বাকি ৪০টির উৎপাদন হবে ভারতে। ভদোদরার এই কারখানায় ২০২৬ সালে প্রথম মেড ইন ইন্ডিয়া সি২৯৫ বিমান তৈরি হবে।