সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন

ইসরাইলে ড্রোন হামলা চালাল দ্য ইসলামিক রেজিস্ট্যান্স

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০ প্রদর্শন করেছেন

ইসরাইলে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরাকের সশস্ত্র সংগঠন দ্য ইসলামিক রেজিস্ট্যান্স । তবে ইসরাইলি সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বুধবার (৩০) অক্টোবর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম মেহর নিউজ।

প্রতিবেদনে বলা হয়, ইহুদিবাদীদের দ্বারা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে, ইরাক ভিত্তিক প্রতিরোধ গোষ্ঠী ড্রোন দিয়ে অধিকৃত অঞ্চলের উত্তরে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে।

গাজায় ইসরাইলি গণহত্যায় ওয়াশিংটনের সমর্থনের প্রতিশোধ হিসাবে এই ড্রোন হামলাটি ইরাক এবং প্রতিবেশী সিরিয়ায় আমেরিকান সামরিক ঘাঁটিতেও আঘাত হেনেছে।

গাজার যুদ্ধ শুরুর পর থেকে ইসলামিক রেজিস্ট্যান্স ইরাক ও সিরিয়ায় মোতায়েন মার্কিন বাহিনীর বিরুদ্ধেও রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে দ্য ইসলামিক রেজিস্ট্যান্স।

ইসরাইল এবং যুক্তরাষ্ট্র জোটের সামরিক ও অর্থনৈতিক আগ্রাসনের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সশস্ত্রগোষ্ঠী তৈরি করছে ইরান। গত কয়েক দশকে ইরাক, সিরিয়া, লেবানন, ইয়েমেনের মতো দেশগুলোতে ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠী গড়ে তুলেছে দেশটির কুদস ফোর্স।

ইরাকের দ্য ইসলামিক রেজিস্ট্যান্স ইরানপন্থি তেমন একটি সশস্ত্র গোষ্ঠী।  সম্প্রতি হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর ইসরাইলকে লক্ষ্য করে বেশ কিছু আক্রমণ চালায় তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ