সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

সব সুইং স্টেটে জরিপে এগিয়ে ট্রাম্প, কপাল পুড়ছে কমলার!

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১১ প্রদর্শন করেছেন

একদিনেরও কম সময় বাকি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মানেই ‘মুক্ত বিশ্বের নেতা’। স্বাভাবিকভাবে পুরো বিশ্বজুড়েই মার্কিন নির্বাচন নিয়ে আগ্রহ থাকে। আর মার্কিন নির্বাচনে জয়-পরাজয়ের ভাগ্য গড়ে দেয় সুইং স্টেট তথা দোদুল্যমান অঙ্গরাজ্যের ফল।

সোমবার (৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

৫ নভেম্বরের ভোটের আগে, এই জরিপ বলছে, মার্কিন নেতৃত্বের আসনে ফের বসতে যাচ্ছেন ট্রাম্প। কারণ সাতটি সুইং স্টেটে সর্বশেষ জরিপে কমলাকে পেছনে ফেলেছেন ট্রাম্প।

জরিপে অংশ নেওয়া প্রায় ৪৯ শতাংশ ভোটার বলেছেন, তারা আসন্ন নির্বাচনে ট্রাম্পকে ভোট দেবেন। মোট জরিপ ফলাফলে কমলা হ্যারিসের চেয়ে ১ দশমিক ৮ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প।

নভেম্বরের প্রথম দুই দিনে পরিচালিত সমীক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ২ হাজার ৫০০ জন সম্ভাব্য ভোটার অন্তর্ভুক্ত ছিল, যাদের সংখ্যাগরিষ্ঠ নারী।  অবাক করার বিষয় হলো, নির্বাচনে জয়ী হলে গর্ভপাতের অধিকার কেড়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এ ছাড়া নারীদের স্বাধীনতা নিয়ে বিভিন্ন সময় বর্ণবাদী মন্তব্যও করেছেন তিনি। এরপরও এই জরিপ বলছে, বেশিরভাগ নারী ভোটারই ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিচ্ছে।

এনডিটিভির প্রতিবেদনে সুইং স্টেটগুলোতে চালানো আরেকটি জরিপ তুলে ধরা হয়েছে, যেখানে বলা হচ্ছে, অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলিনা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে জয় পাবে রিপাবলিকানরা।

জরিপ মতে, অ্যারিজোনায় ট্রাম্পের পক্ষে ভোট পড়েছে ৫১ দশমিক ৯ শতাংশ। অপরদিকে হ্যারিসের পক্ষে ভোট পড়েছে ৪৫ দশমিক ১ শতাংশ। নেভাদায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জনগণ কাকে ভোট দেবে জানতে চাইলে ৫১ দশমিক ৪ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করেছেন এবং ৪৫ দশমিক ৯ শতাংশ ভোটার হ্যারিসকে ভোট দিয়েছেন।

আর নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প ৫০ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছে এবং হ্যারিস পেয়েছেন ৪৬ দশমিক ৮ শতাংশ ভোট।

সুইং স্টেটের ফল কেন গুরুত্বপূর্ণ?

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে পেতে হয় ২৭০টি ভোট।  তবে কয়েকটি রাজ্যের ইলেকটোরাল ভোট দোদুল্যমান থাকার ইতিহাস রয়েছে। এই সব দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোকে ‘সুইং স্টেট’ বলা হয়ে থাকে। মূলত বাকি সব রাজ্যে আগে থেকে কে জয়ী হবেন, তা মোটাদাগে অনুমান করা যায়। কিন্তু ‘সুইং স্টেটে’ পূর্ব অনুমান করা কঠিন।

এ বছর এরকম সাতটি সুইং স্টেট প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলকে বিশেষভাবে প্রভাবিত করতে যাচ্ছে।

গুরুত্বপূর্ণ এসব অঙ্গরাজ্য হলো- ক্যালিফোর্নিয়া (৫৫), পেনসিলভানিয়া (১৯ ইলেক্টোরাল ভোট), নর্থ ক্যারোলিনা (১৬), জর্জিয়া (১৬), মিশিগান (১৫), অ্যারিজোনা (১১), উইসকনসিন (১০) ও নেভাদা (৬)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ