চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাদাকাত উল্লাহ মিয়াজীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর কর্নেলহাটের নিজ বাসা থেকে হত্যাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার করা হয়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, শনিবার সকালে ছাদাকাত উল্লাহকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা ছাদাকাত উল্লাহর বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি অভিযোগে থানায় মামলা রয়েছে। এ বিষয়ে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে তাকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়।