সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

নেত্রকোনায় দুই মাদক কারবারি আটক, জব্দ ২৮ কেজি গাঁজা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৮ প্রদর্শন করেছেন

নেত্রকোনার পূর্বধলা উপজেলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী।  সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন- ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার মঈলাকান্দা গ্রামের লাল মিয়ার মেয়ে আছিয়া আক্তার (৪৪) ও একই গ্রামের ইমান আলীর ছেলে চান মিয়া(৫০)।

নেত্রকোনায় দায়িত্বরত সেনাবাহিনীর এইট ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া মাদক কারবারি দুলাল মিয়া ও তার অপর সহযোগী তোতা মিয়াকে আটকের চেষ্টা চলছে।

জানা গেছে, সেনাসদস্যরা সোমবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্যামগঞ্জ এলাকার মাদক কারবারি দুলাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেন। তাদের উপস্থিতি টের পেয়ে দুলাল মিয়া তৎক্ষণাৎ পালিয়ে যায়। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার ও দুলালের দুই সহযোগী আছিয়া এবং চান মিয়াকে আটক করা হয়। জব্দ করা গাঁজার আনুমানিক দাম ৮ লাখ ৪০ হাজার টাকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ