জয়পুরহাট-হিলি পাকা রাস্তাসংলগ্ন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ট্রাকের ধাক্কায় আফতাব উদ্দিন নামে এক মুসল্লি নিহত হয়েছেন। বুধবার দুপুরে দরগাপাড়া এলাকায় রাস্তাসংলগ্ন মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
আফতাব উদ্দিন দরগাপাড়া গ্রামের মোহাম্মদ আলির ছেলে।
এলাকার যুবক আলম হোসেন বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আমগাছ ও ছোট দোকানের উপর উঠে যায়। এ সময় আফতাব বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় ট্রাকটি তাকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ট্রাকের হেলপার ও একজন পথচারী আহত হন বলে জানান আলম। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
পাঁচবিবি থানার ওসি মো. কাওসার আলী বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও ড্রাইভারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।