চ্যাম্পিয়নস ট্রফি হবে তো? টুর্নামেন্ট সামনে রেখে চলমান ভারত-পাকিস্তান উত্তেজনার পর এখন সেই প্রশ্নই উঠছে। দু’দেশই তাদের নিজেদের সিদ্ধান্তে অনড়। ভারত পাকিস্তানের যাবে না। অন্যদিকে পাকিস্তানও চ্যাম্পিয়নস ট্রফির আয়োজন হাইব্রিড মডেলে করে ভারতকে অন্য কোথাও খেলার সুযোগ দেবে না।
এই পরিস্থিতিতে দুই দেশের রেষারেষিতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচিও এখন পর্যন্ত প্রকাশ করতে পারেনি সংস্থাটি। যা এই টুর্নামেন্টের ভবিষ্যৎকে ফেলে দিয়েছে শঙ্কার মুখে। এই অবস্থায় সমাধান হিসেবে ভারত-পাকিস্তান ভিন্ন গ্রুপে সরে যেতে পারে।
টুর্নামেন্টের খসরা সূচিতে ভারত-পাকিস্তান একই গ্রুপে থাকলেও এখন সেটা নাও হতে পারে বলে জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। চ্যাম্পিয়নস ট্রফির ভবিষ্যৎ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় টুর্নামেন্ট নিয়ে বিস্তর আলোচনা করেছেন সাবেক এই ক্রিকেটার।
বাসিত আলী বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি সম্পর্কে আমি কী বলেছিলাম, আশা করি মনে থাকবে। হাইব্রিড মডেল চেষ্টা করুন। পাকিস্তান-ভারত একই গ্রুপে হবে না। কী হয়েছে এখন?’
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মাতামাতি নিয়ে বাসিত এরপর বলেন, ‘পাকিস্তান ৫০ ওভারের কোনো বিশ্বকাপে ভারতের বিপক্ষে জিততে পারেনি। তারপরও কেন ভারত বনাম পাকিস্তান ম্যাচ এত গুরুত্বপূর্ণ? তারপরেও কেন সম্প্রচারকারীরা শোরগোল করছে যে হাইব্রিড মডেল গ্রহণযোগ্য নয়। আইসিসিও বা কেন মনে করছে কোনো টুর্নামেন্টে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সেটা হবে স্বাদহীন খাবারের মতো।’
পিসিবিকে উপদেশ দিয়ে বাসিত বলেন, ‘পিসিবি তার কার্ডগুলি খুব ভাল খেলেছে, ভাল হয়েছে! আপনি যদি হাইব্রিড মডেল নিয়ে এগিয়ে যেতে চান তবে এটি করুন। তবে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে থাকবে না। পাকিস্তান তাদের সমস্ত ম্যাচ ঘরের মাঠে খেলবে, আর এ জন্য আইসিসিকে চাপের মধ্যে রাখুন।’
এদিকে টুর্নামেন্টে ভারত অংশ না নিলে কি হবে সে সম্পর্কে ধারণা দিয়েছেন শোয়েব আখতার। সাবেক এই কিংবদন্তির মতে, ভারতকে ছাড়া টুর্নামেন্ট আয়োজন করলে ১০০ মিলিয়ন ডলার হারাতে হতে পারে আয়োজক পাকিস্তান ও আইসিসিকে। কাজেই পরিস্থিতি যাই হোক ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের পক্ষে শোয়েব।