মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

সেনা কল্যাণের প্রতিষ্ঠান ও এটিএম বুথে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৩১ প্রদর্শন করেছেন

সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন সংশ্লিষ্টরা। এ সময় আন্দোলনকারীরা রেললাইনে বসে পড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এ অবস্থায় তাদের সরিয়ে দিতে সেনাবাহিনী ধাওয়া দিলে মহাখালী সেনা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠান এসকেএস শপিং সেন্টার এবং একটি ব্যাংকের এটিএম বুথে ভাঙচুর চালান ব্যাটারিচালিত রিকশা চালকরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিন দেখা যায়, অটোরিকশা চালকরা মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছেন। তাদের অবস্থানের কারণে তীব্র যানজট লেগে জনগণের ভোগান্তির সৃষ্টি হয়েছে। তাদের সড়ক থেকে সরে যেতে বললে তারা উলটো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ অবস্থায় তাদের সেখান থেকে সরিয়ে দিতে সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দেন। এসময় আন্দোলনকারীরা এসকেএস শপিং কমপ্লেক্সে হামলা ও এটিএম বুথে ভাঙচুর করেন রিকশাচালকরা। এ সময় তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেন বহিরাগতরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ