মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৩ পূর্বাহ্ন

মিছিলের পর নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

প্রতিবেদকের নামঃ
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১০ প্রদর্শন করেছেন

নেত্রকোনার পূর্বধলায় প্রতিবাদ মিছিল করার পর নিষিদ্ধ ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- জেলার পূর্বধলা উপজেলার ডুবারুহি গ্রামের লিটন খন্দকারের ছেলে সাগর খন্দকার (২৫), বালুচরা গ্রামের আবুল কাশেম তালুকদারের ছেলে আতিক হাসান আল-আমিন (৩২), ছোট ইলাছপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ইয়াহিয়া তালুকদার (২১), একই গ্রামের মৃত বাবুল চৌধুরীর ছেলে আরমান চৌধুরী (১৯), মো. তাজউদ্দীনের ছেলে মোস্তাকিন (১৯) ও পূর্বধলা নয়াপাড়া গ্রামের উজ্জ্বল দত্তের ছেলে দীপ্ত দত্ত (২০)।

শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

এর আগে শনিবার সকালে পূর্বধলায় একটি ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ। ওই দিন সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচরা বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের নেতৃত্বে ওই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে শেয়ার করা হয়। এছাড়া শাহাদত হোসাইনের নিজস্ব আইডি থেকে শেয়ার করা হয়। সেখানে  লেখা হয়- ‘দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোনা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বালুচরা বাজারে প্রতিবাদ মিছিল করে উপজেলা ছাত্রলীগ।’

শেয়ার করা ভিডিওতে দেখা গেছে শাহাদত হোসাইন মিছিলে নেতৃত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তার পেছনে প্রায় ২০ থেকে ২৫ জনের মতো নেতাকর্মীও স্লোগান দিচ্ছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, শনিবার সকাল পৌনে ৮টার দিকে হঠাৎ করে কয়েকজন তরুণ একত্রিত হয়ে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। তবে তারা কোনোরকম উচ্ছৃঙ্খল আচরণ করেননি। প্রায় আট মিনিট সময়ব্যাপী মিছিল শেষে তারা মোটরসাইকেলে করে চলে যান।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ মাহমুদ যুগান্তরকে জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাদের নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ