মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৪ পূর্বাহ্ন

টেকনাফে মাঠপাড়ায় অস্ত্র ঠেকিয়ে দুই মাছ ব্যবসায়ীকে অপহরণ

শহীদুল ইসলাম শাহেদ ,টেকনাফ (কক্সবাজার)
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১২ প্রদর্শন করেছেন

কক্সবাজার টেকনাফ সদরে অটোরিকশা থামিয়ে দুই মৎস্য ব্যবসায়ীকে অস্ত্রের মুখে জিন্মি করে অপহরণ করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর খবর পেয়ে উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

সোমবার সকাল ১১ টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মাঠপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তবে তাৎক্ষণিকভাবে অপহৃতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তারা টেকনাফের স্থানীয় মৎস্য ব্যবসায়ী বলে জানান তিনি।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে গিয়াস উদ্দিন বলেন, সকালে টেকনাফ উপজেলা সদর থেকে অটোরিকশা যোগে সোনার পাড়া-টেকনাফ এলজিডি সড়ক হয়ে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর যাচ্ছিল অপহৃত দুই মৎস্য ব্যবসায়ি। এসময় গাড়ীতে তাদের সঙ্গে আরও এক যাত্রী ছিলেন। গাড়িটি টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়ায় পৌঁছলে ৫/৬ জন দুর্বৃত্ত থামায়। পরে অস্ত্রের মুখে গাড়িতে থাকা দুইজনকে জিন্মি করে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায়। এসময় গাড়িতে থাকা অপর যাত্রীকে দূর্বৃত্তরা কিছুদূর নেওয়ার পর ছেড়ে দেয়।

 

ঘটনার সময় ঘটনাস্থলের কিছুটা দূরে অবস্থান করছিলেন টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়ার স্থানীয় এক বাসিন্দা। তিনি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন।

 

নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ঘটনার সময় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে অবস্থান করছিলেন। এসময় দুর্বৃত্তরা অস্ত্রের মুখে দুইজন ব্যক্তিকে তুলে নিয়ে যেতে তিনি দেখেছেন। এতে তিনি কৌশলে নিজের ব্যবহৃত মুঠোফোনে ঘটনার একটি ভিডিও চিত্র ধারণ করেছেন। পরে বিষয়টি তিনি পুলিশ অবহিত করেছেন।

 

প্রত্যক্ষদর্শী এ ব্যক্তি বলেন, ঘটনায় জড়িত দূর্বৃত্তরা স্থানীয় বাসিন্দা। তারা হল, টেকনাফ সদর ইউনিয়নের মাঠপাড়ার বাসিন্দা কবির আহমদের ছেলে মুজিব উল্লাহ ও শওকত উল্লাহ, লম্বরী এলাকার মোহাম্মদ কবিরের ছেলে মো. শহীদ, নতুন পল্লান পাড়ার নুরু সালামের ছেলে মো. হাশিম এবং হাতিয়ারঘোনা এলাকার নজির আহমদের ছেলে মো. নয়ন।

 

তবে কারা, কি কারণে এ অপহরণের ঘটিয়েছে পুলিশ তা নিশ্চিত নয় বলে জানান ওসি গিয়াস উদ্দিন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আটক এবং অপহৃতদের উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ