সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৫ অপরাহ্ন

রহমানের কাছ থেকে কত টাকার সম্পত্তি পাবেন সাবেক স্ত্রী, জানালেন আইনজীবী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৯ প্রদর্শন করেছেন

অস্কারজয়ী সুরকার ও সংগীত পরিচালক এআর রহমান ও সায়রা বানু ২৯ বছরের দাম্পত্য জীবনের সমাপ্তি টেনেছেন। সংসার জীবনের গতি থমকে দাঁড়ালেও তারা এখন ভিন্ন পথে হাঁটছেন। ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিলেও এআর রহমানের স্ত্রী সায়রা বানুর চোখে এখনো তার সাবেক স্বামী ‘বিশ্বের সেরা পুরুষ’ বলে জানিয়েছেন। পাশাপাশি রহমানপত্নী সবাইকে অনুরোধ জানিয়েছেন— তাদের নিয়ে যেন কোনো নেতিবাচক তথ্য ছড়ানো না হয়।

এদিকে বিচ্ছেদের পর প্রাথমিক আইনি ধাক্কা সামলে ওঠার পরেই সম্পত্তির ভাগাভাগি নিয়ে চলছে কাটাছেঁড়া— এমনটিই দাবি করেছেন নেটিজেনদের একটি অংশ। তাদের মতে, রহমানের বিপুল সম্পত্তির অর্ধেক অংশ নাকি পাবেন তার স্ত্রী সায়রা বানু।

অস্কারজয়ী সুরকার ১ হাজার ৭২৮ কোটি রুপির মালিক। তার সব সম্পদের পরিমাণ টাকার অঙ্কে দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে। ছড়িয়ে পড়া গুঞ্জন অনুযায়ী, সেই সম্পত্তির অর্ধেক শেয়ার পাবেন তার স্ত্রী সায়রা বানু। তবে বিষয়টি উড়িয়ে দিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ।

তিনি বলেন, অনেকের ধারণা— বিচ্ছেদের পর নাকি ভরণপোষণের জন্য স্বামীর মোট সম্পত্তির অর্ধেক অংশ তার স্ত্রী পান। কিন্তু এ ধারণা সম্পূর্ণ ভুল। অনেক ভারতীয় এ ভুল ধারণা পোষণ করে আছেন। কিন্তু এ ধরনের কোনো আইন ভারতীয় সংবিধানে এখন পর্যন্ত নথিভুক্ত করা হয়নি। তাই স্বাভাবিকভাবেই এআর রহমান ও সায়রা বানুর ক্ষেত্রেও তা প্রযোজ্য নয়।

বন্দনা শাহ বলেন, আদালতে এআর রহমানের মোট সম্পত্তির পরিমাণ জানিয়েছেন। এ সময় যদি সায়রা বানু ভরণপোষণের দাবি করেন, সে ক্ষেত্রে আদালত পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।

এ আইনজীবী বলেন, উভয় পক্ষের জমা দেওয়া যাবতীয় তথ্য এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। পাশাপাশি রহমান ও সায়রা বানু বন্ধুত্বপূর্ণভাবে বিচ্ছেদের পথ অবলম্বন করেছেন। তাই এ ক্ষেত্রে ভরণপোষণের কোনো জায়গা নেই।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ নভেম্বর) হঠাৎই এআর রহমান ও সায়রা বানু মিডিয়ায় প্রকাশ করেন তাদের বিচ্ছেদের খবরটি। বিচ্ছেদের খবর একদিন যেতে না যেতেই সুরকারের সঙ্গে প্রেমের গুঞ্জনে নাম জড়ায় বাঙালি ললনা মোহিনী দের।

এদিকে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য ভেঙে যাওয়ার কারণ হিসেবে রহমান ও সায়রা জানান, অগাধ প্রেমের অভাব নয়, মানসিক চাপ ও নিজেদের মধ্যে পারস্পরিক দূরত্ব তৈরি হওয়াতেই তারা বিচ্ছেদের পথে হেঁটেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ