সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের আস্থাভাজন ও তার ছেলে রাহাত মালেক শুভ্রর ডান-হাত খ্যাত একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি এমএ সিফাদ কোরাইশী সুমন চুপিসারে দেশ ছেড়ে পালিয়েছেন।
সূত্র জানিয়েছে, দেশ ছেড়ে ছাত্রলীগ সভাপতির অবস্থান এখন সৌদি আরবের দাম্মাম শহরে। তবে দলীয় আরেকটি সূত্র জানিয়েছে, আইনশৃঙ্খলাবাহিনীর চোখ ফাঁকি ও গ্রেফতার এড়াতে কৌশল হিসাবে সুমন প্রপাগান্ডা ছড়াচ্ছেন যে, তিনি দেশের বাইরে গেছেন!
এদিকে ভেরিফাইড ফেসবুক পেজে ১ নভেম্বর সুমন নিজেই এক স্ট্যাটাসে জানান দিয়েছেন, তিনি সৌদি আরবের দাম্মাম শহরে চলে গেছেন। ওই স্ট্যাটাসে তিনি দলীয় নেতাকর্মীসহ শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে লিখেছেন ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সৌদি আরবে পৌঁছে গেছি, কিছু দিনের মধ্যে কাগজপত্র হাতে পাব, কাগজপত্র হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই সিম উত্তোলন করে সবার সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ভালো থাকবেন সবাই।’ ৫ আগস্টের আগেই অবশ্য জাহিদ মালেক সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন।
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ভাতের হোটেলের মালিক এমএ মাসুদের ছেলে জিরো থেকে হিরো বনে যাওয়া জেলা ছাত্রলীগের সভাপতি এমএ সিফাদ কোরাইশী সুমন ৫ আগস্টের আগ পর্যন্ত জেলার অন্য ১০ প্রভাবশালী নেতার ওপর খবরদারিসহ প্রভাব খাটিয়ে চলতেন।
এসব অভিযোগ সম্পর্কে এমএ সিফাদ কোরাইশী সুমনের সঙ্গে তার মোবাইলে কথা বলতে একাধিকবার ফোন করলেও সেটি বন্ধ পাওয়া গেছে।