সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১১ অপরাহ্ন

এতদিন গান গাইতেন, এবার শাহরুখকেও টেক্কা দিলেন অরিজিৎ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯ প্রদর্শন করেছেন

বলিউড বাদশাহ শাহরুখ খানের কণ্ঠে বেশ কিছু গান গেয়েছেন অরিজিৎ সিং। যার মধ্যে অন্যতম জনপ্রিয় গান হচ্ছে ‘গেরুয়া’ ও ‘চাল্লেয়া’। এবার বেঙ্গালুরুর অনুষ্ঠানে বিরাট কাণ্ড ঘটনালেন গায়ক!

আনন্দবাজারের প্রতিবেদন বলছে, প্রতি বছরই দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত ঘুরে অনুষ্ঠান করেন সংগীতশিল্পী অরিজিৎ সিং। এ বছর ভারত ভ্রমণ শুরু করছেন গায়ক। বেঙ্গালুরুতে ছিল প্রথম শো। সেখানেই অরিজিতের রকমসকম দেখে যেন খানিকটা হতচকিত ভক্ত-অনুরাগীরা। কেউ কেউ তো রীতিমতো শাহরুখকে তুলনা করে বসলেন গায়কের সঙ্গে।

এমনিতেই শাহরুখের কণ্ঠে বেশ কিছু গান গেয়েছেন অরিজিৎ সিং। যার মধ্যে অন্যতম জনপ্রিয় ‘রং দে তু মোহে গেরুয়া’ ও ‘চাল্লেয়া’। প্রথমটি ‘দিলওয়ালে’ ও দ্বিতীয়টি ‘জওয়ান’ ছবির গান। শাহরুখ খান-নয়নতারা অভিনীত ছবি এ গানের হুক স্টেপ অনুরাগীদের চেনা। এবার মঞ্চে গাইতে গাইতে সেই নাচও নেচে দেখালেন এ সংগীতশিল্পী। বেঙ্গালুরুর অনুষ্ঠানে যে শুধু এটুকুই চমক ছিল, তা কিন্তু নয়। অরিজিৎকে হঠাৎ যেন নাচে পেয়েছিল! একের পর এক গানে নেচেছেন তিনি। কখনো বলিউডি গান, কখনো ভাংড়া, আবার কখনো ভক্ত-অনুরাগীদের দিকে এগিয়ে দিয়েছেন গোলাপ। একেবারে শেষে ফিরে গেছেন বাংলায়। ‘বোঝে না সে বোঝে না’ দিয়েই শেষ হলো অনুষ্ঠান।

আসলে বেঙ্গালুরু এখন ‘দ্বিতীয় কলকাতা’ বলাই যায়, অন্তত চাকরিজীবী বাঙালির বাসস্থান হিসাবে। যদিও ভারত সফরে অরিজিতের কোনো অনুষ্ঠান কলকাতায় রাখা হয়নি। তবে গায়কের নতুন এই অবতার দেখে কেউ কেউ শাহরুখের নাচের সঙ্গে তুলনা টেনেছেন তার। কেউ কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ