মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

দুই ডজন মামলার আসামি টঙ্গীর কামু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৮ প্রদর্শন করেছেন

গাজীপুর মহানগরীর টঙ্গীর এরশাদ নগর এলাকার মূর্তিমান আতঙ্ক হত্যাসহ বহু মামলার আসামি কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার ভোররাতে গাজীপুরের বাঘের বাজার এলাকার সাবাহ গার্ডেন নামক একটি রিসোর্টে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো.ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, কামরুল ইসলাম কামু এক সময় টঙ্গী থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। পরে আওয়ামী লীগে যোগ দিয়ে এলাকায় ত্রাশের রাজত্ব কায়েম করেন। বিকাল গড়িয়ে সন্ধ্যা হতেই তার বাহিনী এলাকায় প্রকাশ্যে সশস্ত্র মহড়া দেয়। তিনি টঙ্গীর এরশাদ নগর এলাকার ৪নং ব্লকের তমিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গাজীপুরের টঙ্গীতে ফিরেন ২৪ মামলার সাজাপ্রাপ্ত আসামি কামরুল ইসলাম ওরফে কামু।  টঙ্গী পূর্ব থানায় অবৈধ অস্ত্র বেচাকেনা করায় ৩টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি, বিস্ফোরক দ্রব্য আইনে ২টি, জোড়া হত্যা মামলাসহ ৩টি হত্যা মামলা, চাঁদাবাজি ঘটনায় ১টি ও সরকারি সম্পত্তি দখলের অভিযোগে ১টি ও দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে ৩টি মামলাসহ অন্তত ২৪টি মামলা রয়েছে কামুর বিরুদ্ধে।

কামুর গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয়দের মধ্যে যারা তার গ্রেফতার দাবিতে মানববন্ধন ও আন্দোলন করে আসছিলেন তারা আইনশৃংখলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গাজীপুর মহানগর দক্ষিণ গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো.আকবর আলী মুন্সি বলেন, সোমবার ভোরে হত্যাসহ বহু মামলার আসামি কামুকে গ্রেফতার শেষে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। আজ তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ