বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:৪০ পূর্বাহ্ন

মসজিদে ইমামকে রাখা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৬ প্রদর্শন করেছেন

ছাতকে ইমামকে রাখা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিক। আশঙ্কাজনক অবস্থায় ১০ জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার কালারুক ইউপির রাজাপুর গ্রামের এমন ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ টহল রাখা হয়েছে। পরিস্থিতি শান্ত বলে পুলিশ নিশ্চিত করেছে।

জানা যায়, কালারুকা রাজাপুর গ্রামের আজিম ও জাকিরের মধ্যে মসজিদের ইমাম রাখা নিয়ে কথা কাটাকাটির বিরোধের জের ধরে একই গ্রামের দুইপক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী দেশি অস্ত্র ইটপাথর লাঠি কাচের বোতল দিয়ে ধাওয়া পালটা ধাওয়া ও মুখামুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের মধ্যে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ সংঘর্ষের খবর পেয়ে কালারুকা ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাজউদ্দিন, সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অশান্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

আহতরা হলেন- আব্দুল হক, জাকির হোসেন, কাওসার আহমদ নজরুল ইসলাম, আইন উদ্দিন, ফরিদ আহমদ, আবুল কালাম, আজিম উদ্দিন, খুজেদা বেগমকে সিলেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ৪০ জনকে ছাতক সদর ও কৈতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে আব্দুল হক জানান, আজিম ও আইন উদ্দিনের নেতৃত্বে গ্রামের খুজেদা বেগমের বাড়িতে দেশি অস্ত্র নিয়ে হামলা ভাঙচুর লুটপাট চালায়। এ ঘটনার প্রতিবাদ করতে গিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

ওসি গোলাম কিবরিয়া হাসান এ ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ