অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে হেরে বসেছে বাংলাদেশের যুবারা। রোমাঞ্চকর দ্বৈরথে ২২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজিজুল হাকিমের দল গুটিয়ে গেছে ২২১ রানে। ৭ রানের এই হারে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ হাত ফসকে গেছে। তবে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে নেওয়ায় রানার্সআপ হিসেবে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল লংকানরা। প্রথম তিন ব্যাটার দ্রুত ফিরলেও চারে নেমে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন ভিমাথ দিনসারা। আল ফাহাদের বলে বোল্ড হয়ে ফেরার আগে ১০ চারে ১০৬ রান করেন তিনি।
পরের ব্যাটাররা তার সে রানের ধারা ধরে রাখতে না পারলেও ৪৯.২ ওভারে অলআউট হওয়ার আগে লড়াকু পুঁজি পেয়ে যায় শ্রীলংকা।
বাংলাদেশের পক্ষে ৫০ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন আল ফাহাদ। তিন উইকেট যায় রিজান হোসেনের ঝুলিতে।
জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা মন্দ হয়নি। জাওয়াদ আবরার এবং কালাম সিদ্দিকীর উদ্বোধনী জুটিতেই ৫২ রান পেয়ে যায় দল। জাওয়াদ ২৪ রান করে রানআউটে কাটা পড়লেও টিকে থাকেন কালাম। বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে পৌঁছে যান সেঞ্চুরির দুয়ারে।
কিন্তু তিন অঙ্ক থেকে যখন কেবল পাঁচ রান দূরে, তখন রিভার্স সুই খেলতে গিয়ে আত্মাহুতি দিয়েছেন এই ওপেনার। ৮ চার এবং ১ ছক্কায় সাজানো তার ৯৫ রানের ইনিংসে জয়ের পথেই ছিল বাংলাদেশ।
তবে দলের বাকি ব্যাটারদের কেউ দায়িত্ব নিয়ে খেলতে না পারায় শেষ পর্যন্ত জয়ের হাতছোঁয়া দূরত্বে থামতে হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। দেবাশিষ দেবার ৩১ এবং ফরিদ হাসানের অপরাজিত ২৪ রানের ইনিংসগুলো জয়ের আশা জিইয়ে রাখলেও তুলির শেষ আঁচড় দেওয়া হয়নি।
লংকানদের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন ভিহাস থিউমিকা।