মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

বগুড়ায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭ প্রদর্শন করেছেন

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন। শনিবার (৭ ডিসেম্বর) রাতে নন্দীগ্রাম ও আদমদীঘিতে এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নন্দীগ্রামের কুচাইকুঁড়ি এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ দু’জন এবং আদমদীঘি উপজেলার আশা ফিলিং স্টেশনের পাশে বগুড়া-নওগাঁ সড়কে ট্রলি ও ভটভটির সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

নিহতরা হলেন- নাটোরের সিংড়া উপজেলার হাঁটুয়া আলাইপুর গ্রামের হরে রাম সাহার ছেলে সিএনজি চালিত অটোরিকশা চালক জীতেন্দ্র নাথ সাহা (৪৫) ও যাত্রী একই এলাকার শফিউল সরদারের ছেলে উজ্জ্বল হোসেন (৩০)। এছাড়া আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের শিববাটি কান্ডারপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে ট্রলি চালক আবদুল মতিন (৫৫)।

হাইওয়ে পুলিশ নন্দীগ্রামের কুন্দারহাট থানার ওসি মোনোয়ারুজ্জামান জানান, শনিবার রাতে কুচাইকুঁড়ি এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে রাজশাহী ছেড়ে আসা বগুড়াগামী অজ্ঞাত বাসের চালক অটোরিকশায় ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চালক জীতেন্দ্র নাথ সাহা ও যাত্রী উজ্জ্বল হোসেন মারা যান। অটোরিকশায় থাকা শিশুসহ তিন যাত্রী গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ওসি আরও জানান, মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার আশা ফিলিং স্টেশনের পাশে বগুড়া-নওগাঁ সড়কে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলির চালক আবদুল মতিন ও অজ্ঞাত নারী যাত্রী গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে ভটভটি ও ট্রলি জব্দ করেছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ