জয়পুরহাটের কালাইয়ে বিএনপির অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার রাত আটটার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের জামুড়া- বাশুড়ার ৫ নং ওর্য়াড বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন জয়পুরহাট ২আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।
উদ্বোধন শেষে একটি আলোচনা সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আনিছুর রহমান তালুকদার, আহমেদাবাদ ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদল নেতা ইফতাদুল হক, উদয়পুর ইউনিয়ন যুবদল নেতা আব্দুস সবুর, কালাই উপজেলা যুবদল নেতা মেহেদি হাসানসহ প্রমুখ। আলোচনা সভা শেষে ৫ আগষ্ট ছাত্র-জনতাসহ সকল শহিদ এবং আহতদের স্বরনে একটি দোয়া পরিচলনা করা হয়। দেয়া পরিচলনা করেন উদয়পুর ইউনিয়ন বিএনপি নেতা আইযুব আলী।