নির্মাতা আশফাক নিপুনের আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে প্রচারিত এই সিরিজের এখন পর্যন্ত দুটি সিজন মুক্তি পেয়েছে। বাংলাদেশ এবং ভারতে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই সামাজিক-রাজনৈতিক ঘরানার থ্রিলার সিরিজের তৃতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
তাদের মতোই অপেক্ষার প্রহর গুনছেন পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও। ‘মহানগর ২’ এর শেষদিকে রজব আলী নামের একটি চরিত্রে কয়েক মুহূর্তের জন্য দেখা যায় তাকে। দর্শকরা ধারণা করছেন, সিরিজের তৃতীয় কিস্তিতে আরও ব্যাপক পরিসরে তার চরিত্রের দেখা মিলবে।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা ‘মহানগর ৩’ এর জন্য তার অপেক্ষার কথা জানিয়েছেন। বলেছেন, ‘সিরিজ মহানগর ৩ এর অপেক্ষায় রয়েছি। দ্বিতীয় পর্বের একেবারে শেষ দৃশ্যে ছিলাম। মহানগর ৩ হলে আমার ডাক পাওয়ার কথা। কবে করবে জানি না।’
সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘মহানগর ৩’ নির্মাণের ঘোষণা দিয়েছেন আশফাক নিপুন। ‘মহানগর ২’এর জন্য সেরা পরিচালকের পুরস্কার গ্রহণের সময় তিনি বলেছেন, ‘মহানগর ৩ উইল বি ব্যাক। ওসি হারুন উইল বি ব্যাক।’
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতের সঙ্গে ভিসা সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ‘মহানগর ৩’ এর শুটিং করতে বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে অনির্বাণ বলেছেন, এক্ষেত্রে তার কোনো আপত্তি নেই।
ভারত-বাংলাদেশ টানাপড়েন নিয়ে অনির্বাণের ভাষ্য, ‘বর্তমান অবস্থা নিয়ে খারাপ লাগে। কী বলব? আমরা আমাদের রাজনীতির দায়ভার দক্ষিণপন্থী নেতাদের হাতে তুলে দিয়েছি। পুঁজিবাদী আর দক্ষিণপন্থী মতবাদ, আমরা এই করতেই তো পৃথিবীতে এসেছি। ঝামেলা বাঁধাতে, হাঙ্গামা তৈরি করতে। রাজনীতির এটা একটা মুখ।’
প্রসঙ্গত, ২০২১ সালে ‘মহানগর’ মুক্তি পরই ব্যাপক সাড়া ফেলে। দুই বাংলাতেই ব্যাপক জনপ্রিয়তা পায় মোশাররফ করিম অভিনীত চরিত্র ওসি হারুন। এর ধারাবাহিকতায় গত বছর সিরিজের দ্বিতীয় কিস্তি ‘মহানগর ২’ নিয়ে আসেন নির্মাতা আশফাক নিপুন। এবারও ওসি হারুনের গল্প লুফে নেন দর্শক।