সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৬ পূর্বাহ্ন

টিকটক নিষিদ্ধ, অ্যাপল গুগলকে প্রস্তুত থাকার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৩ প্রদর্শন করেছেন

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও গুগলকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রে প্রশাসন। অ্যাপল সিইও টিম কুক ও গুগলের সুন্দর পিচাইকে আগামী মাসে টিকটকের ওপর নিষেধাজ্ঞা মেনে চলার জন্য প্রস্তুত হতে বলেছেন দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভস কমিটির সদস্যরা। গত শুক্রবার নির্বাহীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিততে জানানো হয়, এসব কোম্পানিকে সরকারের সিদ্ধান্ত অনুসরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

দ্য ন্যাশনাল নিউজ। চিঠিতে বলা হয়, টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই কোম্পানিগুলোর অ্যাপ স্টোরকে আইন মেনে চলার জন্য প্রস্তুত থাকতে হবে। এ আইন জানুয়ারি ১৯ থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ওপর নজরদারির অভিযোগে প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত আইনের মাধ্যমে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক দেশটিতে নিষিদ্ধ হবে। আইনে বলা আছে, আগামী জানুয়ারির মধ্যে প্লাটফর্মটি বিক্রি করতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রে অ্যাপটি নিষিদ্ধ করা হবে।

এদিকে নিষেধাজ্ঞা এড়াতে শেষ আইনি লড়াই শুরু করেছে টিকটক। গত সোমবার একটি ফেডারেল আদালতে আইন স্থগিতের আহ্বান জানিয়েছে বাইটড্যান্স মালিকানাধীন কোম্পানিটি। ১৬ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত জানানোর দাবি করেছে টিকটক। তবে গত শুক্রবার টিকটক ও বাইটড্যান্সের এ অনুরোধ নাকচ করে দিয়েছে আদালত।

আইনটি পাশ হওয়ার আগে চলতি বছরের শুরুর দিকে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সতর্ক করেছিলেন, টিকটক ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ওপর গুপ্তচরবৃত্তি করতে পারে বেইজিং। এর আগে প্ল্যাটফর্মটি বিক্রির বিষয়ে টিকটকের সিইও শৌ জি চিউকে পাঠানো এক চিঠিতে আইনপ্রণেতারা জানান, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় এটি বিক্রির একটি পরিকল্পনা তৈরি করতে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষায় ও টিকটকের আমেরিকান ব্যবহারকারীদের চীনা কমিউনিস্ট পার্টি থেকে সুরক্ষিত রাখতে কংগ্রেস পদক্ষেপ গ্রহণ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ