সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:০৩ পূর্বাহ্ন

গাজায় ছুরিকাঘাতে ৫ ইসরাইলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১ প্রদর্শন করেছেন

হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা শনিবার গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে পাঁচজন দখলদার ইসরাইলি সৈন্যকে হত্যা করেছে।

এদিন আল-কাসসাম ব্রিগেডসের এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা প্রথমে তিনজন ইসরাইলি সৈন্যকে অতর্কিত আক্রমণ করে ছুরিকাঘাতে হত্যা করে এবং তাদের ব্যক্তিগত অস্ত্র ছিনিয়ে নেয়। এরপর হামাস যোদ্ধারা একটি বাড়িতে অগ্রসর হয়, যেখানে ইসরাইলি স্থল টহল দল আশ্রয় নিয়েছিল। বাড়িটির প্রবেশমুখে তারা আরও দুই সৈন্যকে হত্যা করে এবং দখলদার বাহিনীর বাকি সেনাদের সঙ্গে তীব্র সম্মুখসংঘাতে লিপ্ত হয়।

সর্বষেশ এই ঘটনাটি গত কয়েক দিনের মধ্যে গাজায় ইসরাইলি দখলদার সৈন্যদের লক্ষ্য করে চালানো দ্বিতীয় ছুরিকাঘাত অভিযান।

এর আগে গত বৃহস্পতিবার আল-কাসসাম ব্রিগেডস জাবালিয়ায় আরেকটি বড় অভিযানের কথা জানিয়েছিল। সেই আক্রমণে একজন যোদ্ধা খুব কাছ থেকে আক্রমণ করে এক ইসরাইলি সেনা অফিসার এবং তিনজন সৈন্যকে হত্যা করে এবং তাদের অস্ত্র ছিনিয়ে নেয়। সূত্র: মেহের নিউজ এজেন্সি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ