মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ পূর্বাহ্ন

বিবাহিতা অভিনেত্রীকে বিয়ে করতে চাইতেন সঞ্জয় দত্ত!

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৩ প্রদর্শন করেছেন

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, এক জন্মদিনে প্রয়াত স্বামী দিলীপ কুমারের সঙ্গে সঞ্জয়ের একটি ছবি পোস্ট করেন বর্ষীয়ান অভিনেত্রী সায়রা বানু। সঙ্গে লিখেছেন, ‘সঞ্জয় চিরকালই আমার কাছে পরিবারের মতো। আমাদের বাড়ির সকলে ওকে একরত্তি থেকে পরিণত, অসাধারণ ব্যক্তি হয়ে উঠতে দেখেছি।

সঞ্জয়ের মা, নার্গিস দত্ত প্রায়শই সায়রার বাড়ি যেতেন। তখন মায়ের হাত ধরে যেতেন ছোট্ট সঞ্জয়ও। সেই সময় নার্গিস ছেলের হাত নাড়িয়ে বলতেন, ‘চল, সায়রাজিকে বলো তুমি আমাকে কী বলো?’ তারপর ছোট্ট সঞ্জু সায়রার দিকে তাকিয়ে আধো আধো গলায় বলতেন ‘আমি সায়লা বানুকে বিয়ে করব।’

সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত

পুরো বিষয়টি নিয়ে সায়রা বলেছেন, ‘এত মিষ্টি! আমার মনে হয়, শর্মিলা ঠাকুর এবং আমি ওর সব থেকে প্রিয়।’ সঞ্জয়ের জন্মদিনে এই মজার ঘটনা প্রকাশ্যে এনেছেন সায়রা। পাশাপাশি জানিয়েছেন, তার হৃদয়ে বিশেষ জায়গা দখল করে রয়েছেন সঞ্জয়। সব সময় ভালবাসা ও শুভেচ্ছা রয়েছে সঞ্জয়ের জন্য।

সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, ১৯৮১ সালে ‘রকি’ সিনেমা দিয়ে সঞ্জয় দত্তের বলিউড চলচ্চিত্রে অভিষেক হয়। এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন টিনা মুনিম। তার পিতা সুনীল দত্ত পরিচালিত চলচ্চিত্রটি বক্স অফিসে হিট তকমা লাভ করেন।

১৯৮২ সালে তিনি সে বছরের সবচেয়ে ব্যবসাসফল চলচ্চিত্র ‘বিধাতা’ ও ১৯৮৩ সালে সুপারহিট ‘ম্যাঁ আওয়ারা হুঁ’ চলচ্চিত্রে অভিনয় করেন। ১৯৮৫ সালে প্রায় তিন বছর পর তিনি ‘জান কি বাজি’ ছবিতে কাজ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ