শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ অপরাহ্ন

ডাক শুরু ৫ হাজারে, সিলেটে এক কমলা বিক্রি ২ লাখে!

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮ প্রদর্শন করেছেন

সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে নিলামে একটি কমলা বিক্রি হয়েছে দুই লাখ টাকায়। কমলা নিলামে বিক্রির ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের গোঘারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ওয়াজ মাহফিলে নিলামে এ কমলাটি বিক্রি হয়।

স্থানীয় সূত্র জানায়, শনিবার ঘোগারকুল ইসলামীয়া মহিলা মাদ্রাসা মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে অতিথি ছিলেন ভারত থেকে আগত আওলাদে রাসুল সায়্যিদ আছজাদ আল মাদানি (রহ.)। মাহফিল চলাকালে এলাকার এক প্রবাসী আছজাদ আল মাদানীকে (রহ.) খাওয়ার জন্য একটি কমলা দান করেন। এ সময় তিনি কমলাটি ওয়াজ মাহফিলে নিলাম করেন। সেই নিলামের ডাক শুরু হয় ৫ হাজার টাকা থেকে। নিলাম চলে প্রায় আধাঘণ্টা পর্যন্ত। সবশেষ ওয়াজ মাহফিলে উপস্থিত থাকা আমেরিকার নিউইয়র্কের জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন ২ লাখ টাকা দিয়ে কমলাটি কিনে নেন।

স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু  জানান, একটি কমলা মাদ্রাসায় নিলামে দুই লাখ টাকা বিক্রি করা হয়েছে। এটি কিনেছেন  প্রবাসী এক মাওলানা। নিলামের প্রায় ২৫ মিনিটের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ