বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

ইচ্ছে থাকলেই মসজিদ মাদ্রাসা হাসপাতাল করা যায়: আইয়ুব আলী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

লতা হারবাল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিম বলেছেন, ইচ্ছা থাকলেই দেশ, জাতি ও অবহেলিত সমাজের প্রয়োজনে ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে বিভিন্ন এলাকায় সর্বসাধারণের জন্য সার্বজনীন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, এতিমখানা ও হাসপাতাল করা যায়। ইতোমধ্যেই মাজুখানে আমার অর্থায়নে ৮ বিঘা জমিতে এতিমখানা, মাদ্রাসা, মসজিদ ও কবরস্থান গড়ে উঠেছে।

শুক্রবার বাদ এশা গাজীপুর মহানগরীর ৪০নং ওয়ার্ডের মাজুখান পাকুরিয়ার টেক আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানার

বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ, শিক্ষার্থীদের কুরআন ছবক ও কুরআনে হাফেজদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান অতিথি আইয়ুব আলী ফাহিম এসব কথা বলেন।

এ সময় আল্লাহু আকবর ধ্বনিতে সভাস্থল মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠান কর্মসূচিতে ছিল শিক্ষার্থীদের আরবি-ইংরেজি হাতের লেখা প্রদর্শনী, ইসলামি সঙ্গীত, মাদরাসা-মসজিদ ও কবরস্থানের প্রতিষ্ঠাতা আইয়ুব আলী ফাহিমকে ফুলেল শুভেচ্ছা ও সম্বর্ধনা, দোয়া মাহফিল এবং গণভোজ।

আইয়ুব আলী ফাহিম আরও বলেন, টাকা লাগবেনা, শুধু এলাকাবাসী সহযোগিতা করলেই হাসপাতালও করা যাবে দ্রুত। শুধু ন্যায্য মূল্যে আমাকে জমির ব্যবস্থা করে দিতে হবে।

তিনি বলেন, যা করছি সামাজিক চাহিদা ও প্রয়োজন থেকেই করেছি। চিরদিন কেউ বেঁচে থাকেনা। আমি রাজনীতি করিনা। আমার পাশে থাকেন, আমি আপনাদের পাশে থাকবো। বিনা টাকায় চিকিৎসা দিতে একটি হাসপাতাল করতে চাই। যেমন বিনা টাকায় এই মাদ্রাসায় কয়েকশ শিক্ষার্থী পড়াশোনা করছেন।

আনোয়ারা বেগম দারুস সুন্নাহ কওমি মাদ্রাসা ও এতিমখানা মসজিদের ইমাম ও খতিব মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লতা হারবাল গ্রুপ অব কোম্পানির ম্যানেজার মিজানুর রহমান, পূবাইল থানা বিএনপির যুগ্ম সম্পাদক মুনসুর আলী, পূবাইল থানা যুবদলের যুগ্ম আহবায়ক মো. সোহেল খান, সাবেক গাজীপুর মহানগর ছাত্রদল সহ-সভাপতি আবু সাঈদ সরকার, ৪০নং ওয়ার্ড যুবদল সভাপতি মশিউল আলম, সহ-সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ