ভ্যালেন্সিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের সবশেষ লা লিগা ম্যাচে জয় ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রতিপক্ষ গোলরক্ষককে গলা ধাক্কা দিয়ে তিনি লাল কার্ড দেখেন। সে কাণ্ডের জন্য তিনি এবার নিষিদ্ধ হয়েছেন। তার নিষেধাজ্ঞার মেয়াদ ২ ম্যাচ।
শুক্রবার ভ্যালেন্সিয়ার মাঠ মেস্তায়ায় ২-১ গোলে জিতেছিল রিয়াল। তবে সে ম্যাচে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ভিনি, ধাক্কা দেন তাকে।
শুরুতে সে ধাক্কা না দেখলেও ভিএআর দেখে এসে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি সেজার সোতো গ্রাদো। সে লাল কার্ড দেখে রেফারির দিকেও তেড়ে গিয়েছিলেন ভিনি। তাতে তার শাস্তির মেয়াদ আরও বড় হতে পারত বলে ধারণা করা হচ্ছিল।
তাকে আজ দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি। মঙ্গলবার সন্ধ্যায় এই সিদ্ধান্ত জানায় স্প্যানিশ ফুটবল। এখানেই শেষ নয়, রিয়াল মাদ্রিদকে ৭০০ ইউরো আর ভিনিকে ৬০০ ইউরো জরিমানাও করা হয়েছে। যদিও রিয়াল এই শাস্তি মেনে নেয়নি। দলটি আপিল করবে এই শাস্তির বিরুদ্ধে।
এই নিষেধাজ্ঞার ফলে ব্রাজিলিয়ান এই তারকা আগামী দুই লিগ ম্যাচে খেলতে পারবেন না। আগামী ১৯ জানুয়ারি লাস পালমাস আর ২৫ জানুয়ারি ভায়াদোলিদের বিপক্ষে খেলতে পারবেন না তিনি।
এই শাস্তি লিগ সূচির ক্ষেত্রে প্রযোজ্য। যার ফলে তিনি বৃহস্পতিবার সুপারকোপা দে এস্পানার সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে খেলতে পারবেন।
ভিনি চলতি মৌসুমে বেশ ভালো ফর্মে আছেন। ১৩ গোল করেছেন, ৯টি করিয়েছেন সতীর্থদের দিয়ে। ২১ ম্যাচে তার নামের পাশে এই পরিসংখ্যান জ্বলজ্বল করছে।
রিয়াল মাদ্রিদের সবশেষ ম্যাচে ২৭ মিনিট খেলেছেন দ্বিতীয়ার্ধে। সে ম্যাচে গোল পাননি তিনি। তবে তার দল রিয়াল দেপোর্তিভো মিনারার বিপক্ষে জিতেছে ৫-০ গোলে।