বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০১:২২ অপরাহ্ন

মাগুরায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এর শুভ উদ্বোধন।

অলোক রায়, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১৮ প্রদর্শন করেছেন

মাগুরার মহম্মদপুরে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ও নবম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫ উপলক্ষে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান এর সঞ্চালনায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।
১৪ ই জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়,জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে,উপজেলা প্রশাসনের আয়োজনে ১৪ ও ১৫ জানুয়ারি দুই দিন ব্যাপী, মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাসুদেব কুমার মালো।
বিজ্ঞান মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এর ছাত্র-ছাত্রীরা তাদের উদ্ভাবিত বৈজ্ঞানিক প্রযুক্তি নিয়ে উপস্থিত হয়ে অংশগ্রহণ করে।
এবারের বিজ্ঞান মেলায়-১৭ টি স্টল স্থান পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুস সোবাহান,উপজেলা খাদ্য কর্মকর্তা ইশরাত জাহান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান,পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,আইসিটি কর্মকর্তা রফিকুল
ইসলাম,এসআই মামুন হোসেন,ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম তারা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও নানা শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ