সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

বারবার নাম বদলাতেন সাইফের ওপর হামলাকারী যুবক

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ প্রদর্শন করেছেন

অভিনেতা সাইফ আলি খানকে হত্যাচেষ্টার ঘটনায় তিনদিন পর গ্রেফতার হয়েছেন সম্ভাব্য হামলাকারী। ভারতের পুলিশ জানিয়েছে, ওই হামলাকারী বাংলাদেশি নাগরিক হতে পারেন। রোববার মুম্বাইয়ের থানে এলাকা থেকে অস্ত্রসহ মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ নামে ওই হামলাকারীকে আটক করে পুলিশ। তারা জানায়, বারবার নাম পরিবর্তন করতেন শরিফুল।

বলিউড সুপারস্টারকে হামলার বিষয়টি স্বীকার করেছেন শরিফুল। তিনি মূলত ডাকাতির উদ্দেশ্যে অভিনেতার বাসায় ঢুকেছিলেন বলে দেশটির গণমাধ্যমে দাবি করা হয়েছে। পুলিশের বরাতে প্রতিবেদনে একাধিক মিডিয়া বলেছে, অবৈধভাবে ভারতে এসেছিলেন শরিফুল।

মুম্বাইয়ের পুলিশ কর্মকর্তা দীক্ষিত গেদম জানান, আনুমানিক মাস পাঁচেক ভারত আসেন শরিফুল। গত পাঁচ মাস বিভিন্ন জায়গায় থাকার পর মুম্বাইয়ে যান দিন পনেরো আগে। এই সময়ই তিনি নিজেকে বিজয় দাস বলে পরিচয় দিতে শুরু করেন। বিভিন্ন সময় বিভিন্ন নামে সে পরিচয় দিতেন বলে জানা গেছে। কখনও বিজয় দাস, কখনও ভিজয়, কখনও মোহাম্মদ ইলিয়াস।

ডিসিপি গেদাম বলেছেন, ‘একটি গৃহপরিচর্যাকারী সংস্থার সঙ্গে কাজ করতেন শরিফুল। ডাকাতির উদ্দেশ্যেই সাইফের বান্দ্রার ফ্ল্যাটে ঢুকেছিল। বাধা পেয়ে অভিনেতার উপর হামলা করে। তার পর পালিয়ে যায়।’

৩০ বর্ষী শরিফুল মুম্বাই শহরের থানে নামের এলাকায় কেয়ারটেকারের কাজ করতেন। পুলিশ তাকে শহরের হিরাননন্দি স্টেটের একটি লেবার ক্যাম্প থেকে গ্রেফতার করে। তাকে জুডিসিয়াল কাস্টোডিতে নেওয়ার আগে পুলিশ তাকে বান্দ্রাতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায়। গ্রেফতার হওয়ার আগে শেহজাদ একটি কনস্ট্রাকশন সাইটে কন্টাকটর হিসেবে কাজ করছিলেন। এই ঘটনায় তিনি কেন জড়িত, সেই বিষয়টির খোঁজ করছে পুলিশ। তার থেকে ধাঁরালো অস্ত্রও জব্দ করে পুলিশ।

নবাব-খ্যাত সাইফ আলি খান গত বুধবার গভীর রাতে নিজ বাড়িতে দুষ্কৃতকারীর হাতে আক্রান্ত হওয়ার পর এখন তিনি হাসপাতালে শয্যাশায়ী। তাকে অস্ত্রোপচার করানো হয়েছে। এখন তিনি নিরাপদে আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।  তবে সুস্থ হতে আরও কয়েক দিন লাগবে বলেও জানিয়েছেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ