পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধপথে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে নারী ও শিশুসহ আট জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। এর আগে গত রোববার (১৯ জানুয়ারি) গভীর রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন উপজেলার কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটকরা হলেন- দিনাজপুরের পার্বতীপুর চন্ডীপুর গ্রামের বিষ্ণজিত রায় (২৭), তার স্ত্রী খুশি রায় (২৩) ও ছেলে প্রানাভি রায় (৩) এবং কাহারোল উপজেলা তেলিয়ান গ্রামের শ্রী রতন রায় (৩০), তার স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), ছেলে শ্রী সমর রায় (১০), মেয়ে চুমকা রাণী রায় এবং পঞ্চগড়ে বোদা উপাজেলাধীন উৎকুড়া গ্রামের শ্রী সুজন রায় (২১)।
বিজিবি জানায়, বাংলাদেশি নাগরিকরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের জন্য সীমান্তে যান। গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল কাজীপাড়া সীমান্তের মেইন পিলার ৭৭৭ এর ৬নং সাব পিলার এলাকার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় তিন শিশু ও দুই নারীসহ ৮ জনকে আটক করেন তারা।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি আটককৃতরা এক লাখ ৩০ হাজার টাকায় চুক্তি করে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার চেষ্টা করছিল। তাদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।
বোদা থানার ওসি তদন্ত রেদয়ানুল হক মন্ডল বলেন, আটকৃতদের মধ্যে তিনজন শিশু হওয়ায় তাদের মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।