মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:৩০ পূর্বাহ্ন

তুরস্কে রিসোর্টে অগ্নিকাণ্ড, নিহতের সংখ্যা বেড়ে ৭৬

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ২৬ প্রদর্শন করেছেন

তুরস্কের একটি জনপ্রিয় স্কি রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত ও দগ্ধ হয়েছেন আরও ৫১ জন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২১ জানুয়ারি) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে বোলু প্রদেশের কাঠের তৈরি ১২ তলা গ্র্যান্ড কারতাল হোটেলে আগুন লাগে। হোটেলটিতে আগুন লাগার সময় অন্তত ২৩৪ জন ছিলেন।

 

তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয় অগ্নিকাণ্ডের কয়েক ঘণ্টা পর প্রাথমিকভাবে জানিয়েছিল, অন্তত ১০ জন নিহত হয়েছেন। এর মধ্যে জানালা দিয়ে ঝঁপিয়ে পড়ে দুজন নিহত হন। তবে পরবর্তীতে এ সংখ্যা বেড়ে ৭৬ জনে দাঁড়িয়েছে।

 

দেশটির আইনমন্ত্রী জানিয়েছেন, আগুন নেভাতে ১২ ঘণ্টা সময় লেগেছে। এ ঘটনায় রিসোর্টের মালিকসহ নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

অগ্নিকাণ্ডে নিহত ৭৬ জনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া হয়নি। তবে এখন পর্যন্ত যাদের পরিচয় পাওয়া গেছে তাদের মধ্যে দুজন ইস্তাম্বুলের ফেনারবাহেস স্পোর্টস ক্লাবের ১০ বছর বয়সি সাঁতারু ভেদিয়া নীল আপাক এবং তার মা ফেরদা।

 

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিসোগলু বলেছেন, আহত ৫১ জনের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ১৭ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার সময় হোটেলের মালিক পরিবার সেখানে ছিলেন।

 

রিসোর্টে আগুন কীভাবে লাগলো তা এখনও জানা যায়নি। তবে, বোলুর গভর্নর আব্দুল আজিজ আইদিন বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে ধারনা করা হচ্ছে, হোটেলের চতুর্থ তলার রেস্তোরাঁর আগুন উপরের তলায় ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ