সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৫:০১ অপরাহ্ন

প্রথম পর্ব শেষে কী চায় ফরচুন বরিশাল, জানালেন নবি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
  • ২৫ প্রদর্শন করেছেন

ফরচুন বরিশাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এসেছে এবারের বিপিএলে। শিরোপা ধরে রাখাই যে লক্ষ্য, তা বলাই বাহুল্য। তবে পথটা মসৃণ নয় মোটেও। সে কারণে দলকে এগোতে হবে ধাপে ধাপে। আগে গ্রুপ পর্ব, এরপর প্লে অফ , এরপর ফাইনাল। শিরোপাধারী বরিশালও গ্রুপ পর্বটাই নজরে রাখছে।

বিষয়টা জানালেন দলটির অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবি। মিরপুর একাডেমি মাঠে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান দল ও নিজের লক্ষ্য ও পরিকল্পনার কথা।

নবি বলেন, ‘আমাদের এখনও চারটি ম্যাচ বাকি আছে এবং আমাদের মূল লক্ষ্য এই ম্যাচগুলোতে জিতে পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে জায়গা নিশ্চিত করা।’

তামিম ইকবালের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তারা আছে প্লে-অফের দুয়ারে। বিপিএলের প্লে অফের ফরম্যাটের কারণে শীর্ষ দুইয়ে থাকাটা জরুরি। সেরা দুইয়ে থাকা মানে প্লে অফে এক ম্যাচ জিতলে সরাসরি ফাইনালে চলে যাওয়া। ঠাসা সূচিতে এক ম্যাচ কম খেলার স্বস্তি যে কোনো দলই নিতে চাইবে। বরিশালও তা-ই চায়।

সিলেট ও চট্টগ্রাম পর্বের পর এবার বিপিএল আবারও ফিরে এসেছে ঢাকায়। মিরপুরের মাঠে অভ্যস্ততার কথা উল্লেখ করে নবি বলেন, ‘আপনারা জানেন, ঢাকা আমাদের বাকি চারটি ম্যাচ এবং প্লে-অফের ভেন্যু। আমরা এই কন্ডিশনের সঙ্গে ইতোমধ্যেই পরিচিত। গত বছরের চেয়ে এবার পিচগুলো ভালো, তাই বেশিরভাগ ম্যাচই উচ্চ-স্কোরের হচ্ছে। আমরা যেটা চাই, সেটা তাড়া করতে পারছি।’

দলের সঠিক কম্বিনেশন খুঁজে বের করাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করেন নবি। তিনি বলেন, ‘প্রতিটি দলের ভিন্ন ভিন্ন কম্বিনেশন থাকে। কেউ আসছে, কেউ যাচ্ছে। আমাদের এখন লিগ পর্বের বাকি চার ম্যাচের জন্য সঠিক কম্বিনেশন খুঁজে বের করতে হবে এবং প্লে-অফের জন্য একটি ভালো কম্বিনেশন সাজাতে হবে। এটি একটি দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন, পরবর্তী ম্যাচগুলোর জন্য সঠিক কম্বিনেশন খুঁজে বের করাটা কতটা গুরুত্বপূর্ণ।’

তিনি আরও যোগ করেন, ‘প্রত্যেক খেলোয়াড়ই বিভিন্ন দেশ থেকে জয়ের জন্য এসেছে। আমাদেরও একই প্রক্রিয়া ধরে রাখতে হবে, যেভাবে আমরা এই টুর্নামেন্টে খেলছি। প্রতিটি ম্যাচের জন্য পরিকল্পনা করছি এবং প্রতিটি ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ