সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৫৫ পূর্বাহ্ন

গণমাধ্যমকে আশরাফুলের অনুরোধ, ‘এসব নিউজ কম করুন’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩২ প্রদর্শন করেছেন

বিপিএল এখন বিশৃঙ্খলা প্রিমিয়ার লিগ। চুক্তিপত্র, খেলোয়াড়দের পারিশ্রমিক, অনুশীলনে না আসা, বিদেশিদের ম্যাচ বয়কটসহ চলছে নানা কাণ্ড। এরমাঝে সবচেয়ে লজ্জা হয়ে ধরা দিয়েছে ফরচুন বরিশালের বিপক্ষে দুর্বার রাজশাহীর আরেক কাণ্ড। গতকাল বিদেশি ছাড়াই বিশেষ অনুমতিতে খেলেছে দলটি। যা দেশের ও দেশের বাইরের গণমাধ্যমের বেশ গুরুত্বের সঙ্গে প্রচার হয়েছে।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের চাওয়া, বিপিএলের এমন নেতিবাচক নিউজ যেন কম হয়। গণমাধ্যমগুলো কিছু বিষয়ে এড়িয়ে গেলে আসরটির ভাবমূর্তি রক্ষা হবে। রংপুর রাইডার্সের সহকারী অধিনায়ক আশরাফুলের তাই অনুরোধ, ‘এই নিউজগুলো একটু কম করলে ভালো হয়।’

রবিবার নাটকীয় দিনের শেষে রংপুর হেরে যায় রোমাঞ্চকর এক ম্যাচে। রাজশাহীর দেওয়া ১১৯ রানের জবাবে রাইডার্সরা থামে ২ রান পেছনে। ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন আশরাফুল।

সাবেক এই টাইগার তারকা তখনই জানান অনুরোধ, ‘(পাওনা না পাওয়া) হতাশাজনক। ১১তম আসরে এসে। আমরা একই জায়গায় প্রতিবার টুর্নামেন্ট করি, আগের দিন হেলমেট আসে। আশা করি পরের বার তারা সচেতন হবে। বিশেষ করে মিডিয়াকে বলব, আপনারা এই নিউজগুলো একটু কম করলে ভালো হয়। জানি নিউজের কারণে অনেকে পেমেন্ট পায়। তবে আমার মনে হয় এগুলো না করলেই ভালো।’

গতকাল বিতর্কের কাণ্ডে আগের সব দিনকে ছাপিয়ে যায় রাজশাহী। এদিন তারা নামেন একাদশে বিদেশি ছাড়াই। বিসিবিও বিশেষ ব্যবস্থায় নিয়ম ভেঙে দিয়েছিল সুযোগ। রাজশাহীর এই বিষয়টি কৌশলে এড়িয়ে গেছেন আশরাফুল, ‘আসছিলাম যখন শুনছিলাম তাদের (রাজশাহীর) বিদেশিরা হয়ত আসবে না। যেহেতু তারা বোর্ডের কাছে আবেদন করেছে, আমরা এটা স্বাভাবিকভাবেই দেখেছি। আমার কাছে মনে হয়েছে, তাদের বিদেশিদের থেকে দেশিরাই বেটার ছিল।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ