রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

ইইউ নির্বাচনের জন্য সব রকম সহায়তার আশ্বাস দিয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ২২ প্রদর্শন করেছেন

আগামী নির্বাচন সুষ্ঠু করার সব রকম প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সাক্ষাৎ শেষে প্রধান নির্বাচন কমিশনার এ কথা বলেন।

সিইসি বলেন, আলোচনায় তারা (ইউরোপীয় ইউনিয়ন) জানতে চেয়েছিলেন আমাদের পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের জন্য যে নির্বাচনটা হবে সেখানে কীভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি? ভোটার তালিকার প্রস্তুতি থেকে শুরু করে, অন্যান্য যেসব প্রস্ততি আছে তার টাইমলাইন কী রকম হবে? আরও বলেছে-বাংলাদেশের এই অগ্রযাত্রায় তারা সাহায্য করতে ও সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তারা চান- একটা গণতান্ত্রিক উত্তরণ হোক। এই পথে আমাদের যত রকম সহায়তা দরকার তারা আমাদের দেবে এবং আমাদের সঙ্গে থাকবেন।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়ন লোক পাঠাবে। আমাদের প্রয়োজনীয় কী দরকার- তারপর নির্ধারণ হবে আমাদের কোথায় কোথায় সাহায্য করতে পারে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন আগ্রহ প্রকাশ করেছে তারা পর্যবেক্ষণ হিসেবে থাকবে- আমরা যদি অনুরোধ করি।

নাসির উদ্দিন বলেন, আমরা তাদের আশ্বস্ত করেছি- কারণ আমরা সর্বশক্তি নিয়োগ করেছি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য। আমাদের প্রস্তুতিতে ইউরোপীয় ইউনিয়ন বেশ খুশি। তবে রিফর্মের জন্য সময়টা কম হয়ে যাচ্ছে বলে উল্লেখ করেছে তারা। তারা জোর দিয়ে বলেছে- সংস্কার প্রক্রিয়া চালাতে হবে। রিফর্ম নিয়ে কথা হয়েছে। তবে আমি বলেছি সংবিধান অনুযায়ী ইসির যে স্বাধীনতা, সেটা যেন নিশ্চিত থাকে- সেটা নিয়ে বলেছি। তাদের বলেছি আমরা এটা চাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ