শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন

পুলিশকে মারধর করে গ্রেফতার দুজন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৪ প্রদর্শন করেছেন

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় পুলিশের উপর হামলার ঘটনায় দুইজন গ্রেফতার হয়েছে। বুধবার রাতে চুনারুঘাট থানা পুলিশ তাদের গ্রেফতার করে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. নুর আলম।

গ্রেফতারকৃতরা হলেন— চুনারুঘাট উপজেলার মধ্য নরপতি গ্রামের মো. আক্কাস মিয়া (২৮), উত্তর নরপতি গ্রামের জুনাইদ আহম্মদ (২৪)।

মো. নুর আলম জানান, বুধবার বিকেলে উপজেলার শ্রীকুটা এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বৈদ্যুতিক তারের লাইন রক্ষণাবেক্ষণ করার জন্য তালগাছের মাথা কেটে ফেলে। এসময় স্থানীয় লোকজনদের সাথে বিদ্যুৎ অফিসার কর্মকর্তা ও কর্মচারীদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সংবাদ পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আসামীরা পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজনকে মারধর করে।

এ হামলায় এসআই মো. আল মামুনসহ অন্যান্যরা আহত হন। এ ঘটনায় থানার এসআই মো. আল মামুন বাদী হয়ে মামলা করেছেন। তাৎক্ষণিক হামলায় জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ