বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন

ইসিকে ভোটারদের আস্থা ফেরানোর পরামর্শ ইইউর

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৮ প্রদর্শন করেছেন

নির্বাচন কমিশনকে (ইসি) ভোটারদের আস্থা ফেরানোর পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সফররত ইইউ গণতন্ত্র বিশেষজ্ঞ মাইকেল লিডর সিইসির সঙ্গে সাক্ষাৎ করে এ পরামর্শ দেন।

বৈঠক শেষে এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটারদের মধ্যে আস্থা ফেরানোর বিষয়টি জানিয়েছেন ইইউ প্রতিনিধি। বিশেষ করে তারা সচেতনতা, যোগাযোগ সিস্টেমকে আরও মজবুত করার বিষয়ে জোর দিয়েছেন।

আখতার হোসেন বলেন, ইইউ প্রতিনিধিরা দুই সপ্তাহ ধরে দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে কথা বলেছেন। তারা তাদের মতবিনিময়ের ফিডব্যাক দিতে এসেছেন। সব লেভেলে একটাই কথা- সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনের কমিটমেন্ট রয়েছে সব ক্ষেত্রে। প্রবাসী বাংলাদেশিদের কিভাবে ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনতে পারি, সে বিষয়ে পরামর্শ বা মডেল থাকলে শেয়ার করতে বলেছি।

প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকারের ব্যবস্থাপনার মধ্যে আনা ‘জটিল প্রক্রিয়া’ হলেও তারা বিবেচনা করার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন সচিব

এদিকে ইইউ প্রতিনিধি মাইকেল লিডর বলেন, আমরা ২ সপ্তাহের জন্য এখানে আছি। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিভিন্ন অংশীজনদের সঙ্গে আমরা কথা বলছি। এখন পর্যন্ত আমরা যাদের সঙ্গে কথা বলেছি, তাতে বুঝেছি বাংলাদেশের মানুষ সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন চায়।

আগামী সপ্তাহে সফররত ইইউ প্রতিনিধিরা সার্বিক মতামত নিয়ে দেশ ছাড়ার কথা রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ