বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

গুম কমিশনের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৩ প্রদর্শন করেছেন

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদল গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) ডয়িন অ্যাডেলে শিয়ানবোলা, যুক্তরাজ্য ফরেন অফিসের রয় ফ্লেমিং এবং সিয়ান এমব্লারের সমন্বয়ে তিন সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

গুম সংক্রান্ত তদন্ত কমিশনের জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামান জানান, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ‍ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলকে স্বাগত জানান এবং কমিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

তারা কমিশনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কমিশনকে সর্বাত্মক সহাযোগিতা দেওয়ার আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ