সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০১:৩৫ পূর্বাহ্ন

আমিরের জীবনে নতুন নারী, ফের বিয়ে করছেন অভিনেতা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮ প্রদর্শন করেছেন

দুবার বিবাহবিচ্ছেদ। কিরণ রাও ও রিনা দত্ত তারা এখন অতীত। যদিও সাবেক দুই স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খানের।

প্রথম স্ত্রী রিনা দত্ত। দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে ছবির কাজ করেন রীতিমতো। আমিরের প্রযোজনায় কিরণের ছবি শামিল হয়েছিল অস্কার দৌড়ে। গত বছর মেয়ে আইরা খানের বিয়ের সময় দুই স্ত্রীকে সঙ্গে নিয়ে বিয়ের সব অনুষ্ঠান উদযাপন করেন তিনি। সেসব ছবিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। আর সেসবই এখন অতীত। নতুন করে জীবনে ঘর করার স্বপ্ন দেখছেন মিস্টার পারফেকশনিস্ট।

এদিকে বলিপাড়ায় গুঞ্জন— ‘দঙ্গল’ ছবির সহ-অভিনেত্রী ফাতিমা সানা শেখের প্রেমে পড়েছেন আমির খান। সে কারণে নাকি কিরণের সঙ্গে বিচ্ছেদও হয়েছে তার। অথচ ঘটনা অন্যদিকে, ফাতিমা নন, নেপথ্যে রয়েছেন আরেক সুন্দরী। ইতোমধ্যে পরিবারের সঙ্গে আলাপও সেরে ফেলেছেন তারা। তাহলে অভিনেতার নতুন মনের মানুষ কে?

এর আগে ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর থেকে একাধিকবার অভিনেত্রী ফাতিমা সানার সঙ্গে নাম জড়িয়েছে আমির খানের। ‘দঙ্গল’ ও ‘ঠগস অফ হিন্দুস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করার সময় নাকি একে অপরের প্রেমে পড়েন তারা। আমিরের বাড়ি পর্যন্ত যাতায়াত ছিল অভিনেত্রীর। আমিরকন্যা আইরা খানের সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে ফাতিমার। আইরার বাগদানে সকাল থেকে হাজির ছিলেন তিনি।

কিন্তু আচমকাই নাকি আমির-ফাতিমার সম্পর্কে ছন্দপতন। তাদের সম্পর্কে নাকি চিড় ধরেছে। আইরার বাগদানে সেজেগুজে সারা দিন আনন্দ করেছিলেন যিনি, সেই ফাতিমার দেখা মেলেনি আমিরকন্যা আইরার বিয়েতে। তখন থেকেই দুইয়ে দুইয়ে চার করেন অনেকেই।

একটি সূত্র জানায়, বেঙ্গালুরু নিবাসী এক নারীর প্রেমে পড়েছেন অভিনেতা আমির খান। ইতোমধ্যে পরিবারের সবার সঙ্গে আলোচনাপর্ব সেরে ফেলেছেন। সবাই খোলা মনে স্বাগত জানিয়েছেন নতুন এ জুটিকে। যদিও নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে চান অভিনেতা। এ প্রসঙ্গে তার তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ